যাদবপুরে অনলাইনে ভর্তি ১০-১৫ তারিখ পর্যন্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁকা আসন পূরনের জন্য ১০-১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। তারপর সশরীরে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চলবে ২২,২৩ ও ২৪ তারিখ পর্যন্ত বলে সূত্রের খবর। স্থাপত্যবিদ্যা ছাড়া অন্য বিষয়ে পড়তে চাইলে সাধারণ পড়ুয়াদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ১০ হাজারের মধ্যে নাম থাকলেই আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত তালিকায় থাকা পড়ুয়াদের আবেদনের জন্য রাজ্য জয়েন্ট পরীক্ষায় নাম থাকলেই হবে। যাদবপুরে ১৫০ টি আসন ফাঁকা রয়েছে। তবে ৯ নভেম্বর অবধি অনলাইনে ভর্তি হওয়া পড়ুয়ারা নাম প্রত্যাহারের সুযোগ পাবে। তখন সংখ্যাটা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। এফ ই টি আ্যডমিশান পোর্টালেই ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News