Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

ইংল্যান্ডকে হারালে ফাইনালে ভারত

banner

#Pravati Sangbad Digital Desk:

দাপটের সঙ্গে খেলে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া।মাঠে না নেমেই রোহিত শর্মারা নিশ্চিত করেছিল সেমিফাইনালের রাস্তা। জিম্বাবোয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে নেমে সহজেই জয় এসেছে ভারতীয় শিবিরে। । টসে জিতে রবিবার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। ৩৫ বলে ৫১ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। মাত্র ২৫ বলে ৬১ রান সূর্যকুমারের। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ রানেই সব উইকেট হারায় জিম্বাবোয়ে। সেইসঙ্গে নির্ধারিত হয়ে গেল সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ।রোহিত ম্যাচের পর বলেন, 'দারুণ অলরাউন্ড পারফরম্যান্স। আমরা কোয়ালিফাই করে গেলাম। আমরা ঠিক যেরকম খেলতে চেয়েছিলাম, সেরকমই খেলতে পেরেছি। যেটা অর্জন করতে পেরেছি। ভারতের জন্য সূর্যকুমার অসাধারণ কাজ করছে। মাঠে নেমে এমন খেলা খেলছে, যাতে করে অন্যদের ওপর চাপ কমে যাচ্ছে। আমরা জানি ওর কী যোগ্যতা। ও ক্রিজে থাকলে, অন্য প্রান্তের ক্রিকেটার সময় নিয়ে খেলতে পারে। ও ব্যাট করলে ডাগআউটে নিশ্চিন্তে থাকি আমরা। সূর্যরব্যাটিংয়ে অনেক সংযম রয়েছে। ওর থেকে এটাই আমাদের প্রত্যাশা থাকে।'
১০ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে রোহিত শর্মা ।চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের ঘরের মাঠে গিয়ে হারিয়ে এসেছিল ভারত। ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতেছিল ভারত। সাউথহ্যাম্পটনে ৫০ রানে জিতেছিল ভারত।
এবারও এই ম্যাচে  ইংল্যান্ডকে হারাতে পারলেই ভারত চলে যাবে ফাইনালে।  অ্যাডিলেডে লড়াই হবে বলেই জানিয়ে দিলেন রোহিত।ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামা প্রসঙ্গে রোহিত বলেন, ''আমাদের যত দ্রুত সম্ভব এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে হবে। আমরা এখানে খেলেছি সম্প্রতি। কিন্তু ইংল্যান্ড অন্য চ্যালেঞ্জ। তারা দারুণ ক্রিকেট খেলছে এই মুহূর্তে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা কেন এসেছি এখানে। আমাদের প্রত্যেকের তাঁদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ফোকাস ঠিক রাখতে হবে। ভীষণ চাপের ম্যাচ হতে চলেছে। কিন্তু আমাদের স্নায়ুর চাপ সামলে ভাল খেলতে হবে মাঠে।"

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News