Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পেনশন প্রকল্পে নতুন পথ !

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

এবার নতুন সুযোগ খুলেছে পেনশন প্রকল্পে। ২০১৪ সালের ১ লা সেপটেম্বর পর্যন্ত যারা প্রভিডেন্ট ফান্ডের পেনশন প্রকল্পের সদস্য ছিলেন ও যাদের বেতন ১৫,০০০ টাকার বেশি ছিল, তাদের জন্য বিশেষ সুযোগ এসেছে। বিশ্লেষকরা জানান, ইপিএস নিয়ে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কর্মীরা বাড়তি হারে পেনশন পেতে চাইলে ১৫ হাজারের উপরে বাড়তি অংশের ৮.৩৩% পেনশন তহবিলে জমা দিতে পারেন। এতদিন ১৫০০০ টাকা পর্যন্ত মূল বেতনের ক্ষেত্রে সংস্থার দেওয়া ১২% পিএফের ৮.৩৩% দিচ্ছিলেন। ১৯৯৫ সালে ইপিএস আসে। তাতে কর্মীর অবসরের পরে ও তিনি মারা গেলেও পরিবার পেনশন পায়। নিয়োগকারীরা দেওয়া বেতনের ১২% টাকা থেকে ৮.৩৩% যায় পেনশনের। 

সংশোধনে বলা হয় কর্মীকে ১৫,০০০ মূল বেতনের অতিরিক্ত টাকার উপর ১.১৬% দিতে হবে। প্রসঙ্গত ইপিএস-৯৫ প্রকল্প চালু হওয়ার সময় থেকে ওই তহবিলে ১.১৬% অনুদান দেয় কেন্দ্র। কর্মীপক্ষের আইনজীবী জয়ন্ত মুখুরাজের মতে , তিনটি বিষয়ে শীর্ষ আদালত রায় দিয়েছে। প্রথমত, ২০১৪-র ১ সেপ্টেম্বরের আগে যারা বর্ধিত পেনশন প্রকল্পে যোগ দেওয়ার যোগ্য হয়েও দেননি, তারা সময় দাড়িয়ে যোগ দিতে পারেন। দ্বিতীয়ত, যাঁরা ওই প্রকল্পে যুক্ত না হয়ে ২০১৪ সালের ১ সেপ্টেম্বরের আগেই অবসর নিয়েছেন, তারা এই প্রকল্পে যোগ দিতে পারবে না। তৃতীয়ত, প্রকল্পে যুক্ত থাকা ব্যাক্তিকে পেনশন তহবিলে অতিরিক্ত বেতনের উপর ১.১৬% টাকা দিতে হবে না।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News