Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

আগামী ৮ নভেম্বরে দেখা মিলবে বছরে শেষ ব্লাড মুনের।

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

আগামী ৮ নভেম্বর হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । আরও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা।চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ এটি।প্রায় ৩ বছর পর দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। পরবর্তীতে এমন চন্দ্রগ্রহণ ফের তিন বছর পর, ১৪ মার্চ ২০২৫-এ ঘটবে। এদিকে, এই মাঝের তিন বছরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।৮ নভেম্বর সূর্য, চাঁদ আর পৃথিবী আসবে একই সরলরেখায়। সূর্যের আলোকে আড়াল করে চাঁদ আর সূর্যের মাঝে চলে আসবে পৃথিবী। ফলে পৃথিবীর ছায়া, যার আরেক নাম ‘আম্ব্রা’ তা পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদকে। গ্রহণ লাগবে চাঁদে। চাঁদ যখন এই অংশের মধ্যে থাকে, তখন তা লালচে দেখায়। এছাড়াও এর আকারও কিছুটা বড় দেখায় আর একেই বলে ব্লাড মুন।জানা গেছে,মঙ্গলবারই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের এই বিরল ঘটনা দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে ভারতে থেকে এই বিরল মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে।

কেন গ্রহণ লাগা চাঁদের রং লাল হয় তার ব্যাখ্যা দিয়ে নাসা জানিয়েছে, প্রথমত পৃথিবীর ছায়া আমব্রা চাঁদের ওই অদ্ভুত রঙ তৈরি করে। নাসা আরও স্পষ্ট করে জানিয়েছে ' চন্দ্রগ্রহণের সময় চাঁদের লাল দেখানোর কারণ আর আকাশ নীল হওয়ার কারণ একই। আবার সেই একই কারণেই সূর্যাস্ত লাল দেখায়। একে বলা হয় রেইলি স্ক্যাটারিং। আলো তরঙ্গের মাধ্যমে এগোয়। বিভিন্ন রঙের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। নীল আলোর ছোট তরঙ্গদৈর্ঘ্য হয়। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে লাল আলোর তুলনায় কোনও কণা দ্বারা আরও বেশি সহজে বিক্ষিপ্ত হয়। অন্যদিকে, লাল আলো সরাসরি বায়ুমণ্ডলের মধ্য বেরিয়ে যায়।' নাসা আরও জানিয়েছে, এই চন্দ্রগ্রহণ না দেখলে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে দেড় বছর পর। ২০২৫ সালের মার্চ মাসেই আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। আগামী মঙ্গলবার ৮ নভেম্বরের চন্দ্রগ্রহণ দেখা যাবে আইসল্যান্ড (Iceland), দক্ষিণ আমেরিকা (South America), মধ্য এশিয়া (Central Asia) এবং রাশিয়া (Russia)-র কিছু জায়গা থেকে। কলকাতা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৫৪ মিনিটে। রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বই থেকে চন্দ্রদ্রগণ দেখা যাবে ৫টা ৩১ এবং ৫টা ৫৭ মিনিট থেকে। ভারতে শুরু থেকে চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হবে না, কিন্তু শেষটা দেখা যাবে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রকৃতি
Related News