কে নেবে বিদায়,অস্ট্রেলিয়া- ইংল্যান্ডের ভাগ্য নির্ধারণে শ্রীলঙ্কা

banner

#Pravati Sangbad Digital Desk:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শেষের দিকে। চলছে সেমিফাইনালে উঠার নানা সমীকরণ। কেউ নিচ্ছে বিদায়, কেউবা অপেক্ষায়।শুক্রবারই আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। তবে রানরেটের হিসেবে তারা যতটুকু এগিয়ে আছে, তাতে অন্তত তাদেরকে সেমির দৌড় থেকে সরিয়ে দেয়া সম্ভব নয়।কিউইদের রান রেট ২.১১৩। অন্যদিকে  হাড্ডাহাড্ডি লড়াই হয় অস্ট্রেলিয়া (Australia) ও আফগানিস্তানের মধ্যে। শেষ পর্যন্ত মাত্র চার রানে ম্যাচ জেতে অজিরা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়নদের আশা খুবই কম। কারণ নেট রান রেটের বিচারে তারা বেশ পিছিয়ে। সেমিফাইনালে উঠতে গেলে তাদের তাকিয়ে থাকতে হবে আজকের ম্যাচের দিকে। এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে জিতলেও অস্ট্রেলিয়ার  সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়।
গ্রুপ ওয়ানে ইতোমধ্যে শীর্ষ দল হিসেবে সেমিতে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড। এখান থেকে আর একটি দল যাবে সেমিতে। অস্ট্রেলিয়া না ইংল্যান্ড, তা বোঝা যাবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের পর।আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা মুখোমুখি। এই ম্যাচে যদি ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে শ্রীলঙ্কা, তাহলে সেমিতে উঠে যাবে অস্ট্রেলিয়াই। সে ক্ষেত্রে একসঙ্গে বিদায় নেবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। কারণ, শ্রীলঙ্কা জিতলে তাদের পয়েন্ট হবে ৬। ইংল্যান্ডের ৫ পয়েন্টই থেকে যাবে।তবে তার আগে একটা জিনিস পরিষ্কার। শেষ ম্যাচে ইংল্যান্ড জিতলেই বিদায় ঘটবে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের সঙ্গে সেমিতে নাম লেখাবে ইংলিশরা। সিডনিতে বেলা দুটোর সময় শুরু হবে ম্যাচটি টানটান উত্তেজনাপূর্ণ হতে চলেছে অজকের  এই ম্যাচটি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News