Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

ডি এ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল নবান্ন

banner

#Pravati Sangbad Digital Desk:

মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। শুক্রবার হাই কোর্টে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে সে কথা জানান রাজ্যের আইনজীবী। রাজ্যের দাবি, আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়। সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে।রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে গত ২০ মে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারিদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। এরপরই হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে রাজ্য চ্যালেঞ্জ করতে পারে বলে জল্পনা ছিলই। মামলাকারী সরকারী সংগঠনগুলোও ক্য়াভিয়েট দাখিল করেছিল। শেষ পর্যন্ত এ দিন হাইকোর্টের ডিএ নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে গেল নবান্ন। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির লড়াই দীর্ঘ দিনের। এ নিয়ে অতীতেও মামলা গড়িয়েছিল আদালতে। চলতি বছরের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। গত ২০ মে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায় মেনে ডিএ মিটিয়ে না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। ওই মামলার প্রেক্ষিতে ৪ নভেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্য বক্তব্য ছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে বলে যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা মানেনি রাজ্য সরকার। তাতে আদালত অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তোলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তা নিয়ে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ৪ নভেম্বরের মধ্যে মুখ্যসচিব ও অর্থসচিবকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আগামী ৯ নভেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News