নভেম্বরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা, দ্বিতীয় সপ্তাহের পরে রাজ্য জুড়ে জাকিয়ে বসবে শীত

banner

#Pravati sangbad Digital Desk:

নভেম্বরের শুরুতে আবারও বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উৎসব শেষ হলেও পিছু ছাড়ছে না নিম্নচাপ। সূত্রের খবর, আগামী সপ্তাহে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সৃষ্টি হবে নিম্নচাপ। যা ক্রমেই শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এগিয়ে আসবে, এবং অতিগভীর নিম্নচাপে পরিণত হবে। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা প্রায় নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে সম্প্রতি রাজ্যের ওপর নিশ্বাস ত্যাগ করে বাংলাদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় সিত্রং। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। তবে সামান্য বৃষ্টির মুখ দেখেছিল রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলায়। তবে নিম্নচাপ কেটে গেলেই রাজ্যে আবার জাকিয়ে বসবে শীত। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হওয়া অফিস, সেই সাথে সিকিমের একাধিক এলাকায় হতে পারে তুষারপাত। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ শেষ নিম্নচাপ কেটে গেলে শীতের দেখা মিলবে রাজ্যে, যা শীত প্রেমীদের কাছে সুখবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে চলতি বছর বেশ ভালোই শীতের আমেজ মিলবে বলেও জানা গিয়েছে। সেই সাথে দীর্ঘস্থায়ী হবে শীত। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News