Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কাতার বিশ্বকাপের মাধ্যমেই কি শেষ হতে চলেছে মেসির আন্তর্জাতিক কেরিয়ার? তেমনই ইঙ্গিত দিলেন এল এম টেন !

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

কাতার ২০২২ র বিশ্বকাপ ই হতে চলেছে আর্জেন্টিনা র অধিনায়ক লিওনেল মেসির। ২০২৬ এ কানাডা বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৯ , তাই স্বাভাবিক ভাবেই যে, ততদিন খেলে যাওয়া সম্ভব হবে না। কিন্তু তবু মেসির এমন ঘোষণা কোথাও না কোথাও কি তাঁর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিচ্ছে? পঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা র ভক্ত র সংখ্যা সারা পৃথিবীতে কিছু কম নেই। অনেকের মতে তিনি সর্বকালের সেরা ফুটবলার। তাঁর খেলার দক্ষতা পৃথিবীর ফুটবল ইতিহাসে বিরল। এ প্রজন্মের তিনি সেরা খেলোয়াড়। নেইমার, পোগবা , স্টার্লিং এর মতো ফুটবলার দের কাছে তিনিই আদর্শ।

আবার ফুটবলের অন্যান্য কিংবদন্তীরা যাঁরা খেলা ছেড়ে দিয়েছেন, তাদের মধ্যে অনেকেই, যথা ---- রোনাল্ডিনোহ্ , রোনাল্ডো তাঁকে সর্বকালের সেরা হিসেবে মেনে নিয়েছেন। এমনকী ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা বলেছিলেন, " মেসি আমার চেয়ে ভালো খেলে ।"এমন একজন ফুটবলের জাদুকর যদি দেশের হয়ে না খেলেন তবে তা অবশ্যই ফ্যানস দের কাছে খারাপ খবর। এখনও পর্যন্ত মেসি ১৬৪ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন আর্জেন্টিনার আর মোট গোল করেছেন ৯০ টা। ক্লাব স্তরে অনেক সাফল্য পেলেও আন্তর্জাতিক স্তরে তাঁর কোনো সাফল্য ছিল না সেভাবে। তবে গত বছর আন্তর্জাতিক স্তরে তাঁর প্রথম সাফল্য আসে ব্রাজিলে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে। তবে এখনও বিশ্বকাপ অধরাই তাঁর। এটি হবে তাঁর পাঁচ নম্বর ও অন্তিম প্রচেষ্টা বিশ্বকাপ জেতার। ১৯৮৬ র পর আর্জেন্টিনা কে চ্যাম্পিয়ন করার জন্য তিনি এবারে যথেষ্ট বদ্ধপরিকর। দেখা যাক সিংহের গর্জন কতটা শোনা যায় এবারে। টানা ৩৫ টি ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা দল কি জিতে নিতে পারবে বিশ্বকাপ? অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে!

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল
Related News