ফের ইতিহাস গড়ল ভারত, ৩৬ টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি

banner

#Pravati Sangbad Digital Desk:

আমেরিকা, চীন, রাশিয়াকে টক্কর দিয়ে মধ্যরাতেই ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। রাত ১২ টা ৭ মিনিটে ব্রিটেনের ৩৬ টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ৫৭৯৬ কেজি ওজনের পেলোড বিশিষ্ট বিশ্বের সবচেয়ে ভারি রকেট 'LVM3-M2'।
ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত বারোটা, তখন সমগ্র দেশবাসীর নজর ছিল অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। কারণ বিশ্বের সবথেকে ভারী রকেটের মহাকাশে পাড়ি দেওয়ার মাহেন্দ্রক্ষণটি উদযাপন করতে চেয়েছিলেন প্রত্যেক ভারতীয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় কাউন্ট ডাউন। ১২ টা বেজে ৭ মিনিটেই উড়ান ভরে ৬৪৪ টন ওজনের এই ভারতীয় রকেট। কন্ট্রোল রুম থেকে ঘোষণা করা হয় রকেটের উৎক্ষেপণটি সম্পূর্ণরূপে সফল হয়েছে। যার পরেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন ইসরোর গবেষক থেকে শুরু করে প্রত্যেক ভারতীয়। এতদিন আমেরিকা, চীন এবং রাশিয়া মহাকাশে রকেট উৎক্ষেপণ এর দিক থেকে ভারতকে টক্কর দিতে গ্রহণ করেছিল একাধিক পরিকল্পনা। আর সেই সমস্ত পরিকল্পনাকে তুচ্ছ করে বিশ্বের ইতিহাসে নাম লেখালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'।

ঠিক কি কি বিশেষত্ব রয়েছে এই ভারতীয় রকেটের?

• 'LVM3-M2' নামক রকেটটি দৈর্ঘ্যে প্রায় সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন, যা দেশের তথা বিশ্বের সবচেয়ে ভারী রকেট।
• রকেট টির সঙ্গে মহাকাশে প্রেরিত হয়েছে ব্রিটেনের ৩৬ টি স্যাটেলাইট। সঙ্গে রয়েছে ৫৭৯৬ কেজি ওজন বিশিষ্ট একটি পেলোড।
• এই রকেটটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) প্রায় ৪ টন ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।
• লো আর্থ অরবিটে (LEO) ৮ টন পেলোড বহনের ক্ষমতা রয়েছে এই রকেটের।
• এছাড়াও, তিন-পর্যায়ের লঞ্চিং সিস্টেমে আছে দুটি সোলিড প্রোপেলার (S200) স্ট্র্যাপ-অন।
• কোর স্টেজে রয়েছে L110 তরল পর্যায়ের এবং C25 ক্রায়োজেনিক পর্যায়।

জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট উত্‍ক্ষেপণের উদ্দেশ্যে এই রকেটটি ব্যবহার করা হয় বলে এর নাম জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (GSLV)। GSLV Mk-3 আসলে একটি থার্ড জেনারেশনের রকেট। লো আর্থ অরবিটে (LEO) ওয়ানওয়েব স্যাটেলাইটগুলিকে প্রদক্ষিণ করাই এর মূল কাজ। উত্‍ক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই OneWeb - এর ৩৬ টি ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট LEO-র সঙ্গে সংযুক্ত হয়।
পূর্ববর্তী সময়ে একাধিকবার মহাকাশে পাড়ি এবং স্যাটেলাইট লঞ্চ করলেও, সেই স্যাটেলাইটগুলি ছিল  বেশ হালকা। পশ্চিমি দুনিয়া ভারি স্যাটেলাইট উৎক্ষেপণ করলেও তা ছিল ইসরোর নাগালের বাইরে। তবে এবার সবচেয়ে ভারি রকেটের উৎক্ষেপণ করে ইতিহাসে নাম তুলল ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্র।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News