সন্ত্রাসবাদ জন্মের ইতিহাসঃ বিশ্বের এক পৈশাচিক অজানা কাহিনী

banner

#Pravati Sangbad:

(তৃতীয় পর্ব)
তালিবান ১৯৯৪ সালে আফগানিস্থানের কাবুলের কান্দাহার অঞ্চল দখলের মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করে। আবির্ভাবের কিছুদিনের মধ্যেই এই তালিবান বাহিনী  আফগানিস্থানের অনেকগুলো মধ্যাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দখল করে নেয়। এই দলের আত্মপ্রকাশের মূল কারণ হিসেবে দেখানো হয় ১৯৯২ সালে পেশোয়ার চুক্তির পরবর্তী অবস্থাকে। ১৯৯২ সালে কম্যুনিস্ট শাসনের অবসানের পরে আফগানিস্থানের ছোট ছোট রাজনৈতিক দলগুলি পেশোয়ারে একটি চুক্তি স্বাক্ষর করেন যার মাধ্যমে আফগানিস্থানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় এবং অন্তর্বর্তী সরকার নিযুক্ত করা হয়। কিন্তু, গুল্বুদ্দিন হেকমতিয়ার এই চুক্তি মেনে নিতে পারেননি। হেকমতিয়ার ছিলেন একজন রাজনীতিবিদ এবং মুজাহিদিনের একটি অংশের নেতা যিনি তৎকালীন সময়ে মাদক সরবরাহের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন। আফগান- সোভিয়েত যুদ্ধের সময় তাঁর দল “হিজাব-ই-ইসলামি” আমেরিকার সি আই এ থেকে অন্যান্য মুজাহিদিন দলের তুলনায় সর্বোচ্চো আর্থিক এবং সামরিক সাহায্য পেয়েছিলেন। সি আই এ আমেরিকা সরকার পরিচালিত গোয়েন্দা সংস্থা যারা আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করে। যাই হোক, হেকমতিয়ার চুক্তির বিপক্ষে গিয়ে পাকিস্থানের সহায়তায় কাবুল সহ আফগানিস্থানের বিভিন্ন অংশে বোমাবর্ষণের মাধ্যমে এশিয়াতে আরও একবার সন্ত্রাসবাদের সূচনা করে। এরফলে অন্যান্য মুজাহিদ দলগুলিও আফগানিস্থানে নিজেদের রাজত্ব কায়েম করার উদ্দেশে নিজদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়। এই সময়ে আফগানিস্থানে একটি বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ স্থানীয় প্রাণ হারায় এই গৃহযুদ্ধে। এরকম উত্তপ্ত পরিবেশ থেকে আফগানিস্থান বাসীকে রেহাই দেওয়ার উদ্দেশ্য নিয়ে তালিবানগোষ্ঠী আত্মপ্রকাশ করে। তালিবান সেনারা আফগানের কিছু অঞ্চল দখল নিয়ে আফগান মানুষের উদ্দেশ্যে এই বার্তা দেয় যে আফগানিস্তানের সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। ১৯৯৫ সালে এই লক্ষ্য নিয়ে আফগানিস্থান সরকারের ওপরে আক্রমন চালায় তালিব গোষ্ঠী, কিন্তু তৎকালীন আফগান সরকারের প্রধান আহমেদ শাহ মাসুদের সৈন্যের  কাছে পরাজিত হয়। ১৯৯৬ সালে তালিবান গোষ্ঠী ফের আরেকবার আফগানিস্থান সরকারকে আক্রমন করে এবং আফগানিস্থান সরকারকে পরাজিত করে নিজেদের শাসনতন্ত্র আফগানিস্থান ইসলামিক আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তালিবান গোষ্ঠী রাজত্ব স্থাপনের কিছুদিনের মধ্যেই আফগানিস্থানে আত্মপ্রকাশ করে ওসামা- বিন-লাদেন।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Related News