সন্ত্রাসবাদ জন্মের ইতিহাসঃ বিশ্বের এক পৈশাচিক অজানা কাহিনী

banner

#Pravati Sangbad Digital Desk:

(প্রথম পর্ব)
আচ্ছা আমাদের কমবেশি সবার মনেই সন্ত্রাসবাদী বা টেররিস্টের নাম এলেই মুসলমান মানুষের কথা মনে পরে। কিন্তু, এরকম কেন? কেনোই বা আমরা মুসলমান মানেই সন্ত্রাস সৃষ্টিকারী ভাবি? হ্যাঁ, এর পিছনেও একটা জঘন্য ইতিহাস আছে যা আমাদের অনেক পাঠকেরই অজানা। আজকের এই সন্ত্রাসবাদীদের পিছনে অনেক বড় এক ষড়যন্ত্র আছে যা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো। 
১৯৪৭ এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে  কোন দেশ বিশ্বকে শাসন করবে তা নিয়ে আমেরিকার ও রাশিয়ার মধ্যে ঠাণ্ডা লড়াই জারি ছিল। এরই মধ্যে ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রধান ব্রেজনভ  আফগানিস্থানের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং রাশিয়ান ফৌজের তিব্র আক্রমনের দৌলতে আফগানিস্থানের রাজধানী কাবুল দখল করে নিতে সক্ষম হন। এবার আমাদের মনে আসতেই পারে, সভিয়েত ইউনিয়ন কেন আফগানকে আক্রমন করলো? আফগানিস্থান সোভিয়েত রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ছিল এবং এই দেশ এশিয়ার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত হত। এই কারন হেতু, ১৯৭৮ সালে রাশিয়া আফগানিস্থানের সাথে মৈত্রী চুক্তির মাধ্যমে দুই দেশ অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদানে সম্মত হয়। এই আছিলায় রাশিয়া ১৯৭৯ সালে  অতর্কিত আক্রমন করে আফগানিস্থান দখল করে। এরফলে এশিয়ায় তাদের আধিপত্য কায়েমে একধাপ এগিয়ে যায়। একদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক ও অপরদিকে আফগানিস্থান দখল। এরই সঙ্গে চিন ও উত্তর কোরিয়ার সাথে সম মতাদর্শের জন্য সুসম্পর্ক তৈরি করতে রাশিয়া সক্ষম হয়। বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের অপর মাথা আমেরিকা রাশিয়ার এই উত্থান মেনে নিতে পারেনি, কিন্তু আমেরিকা থেকে আফগানিস্থানের দূরত্ব প্রায় ১২০০০ কিলোমিটার এবং এরই সঙ্গে বিশ্বযুদ্ধে এবং ঠাণ্ডা লড়াইয়ের দরুন আমেরিকার সেনাবাহিনীর পক্ষে আফগানিস্থানে গিয়ে রাশিয়ান ফৌজের সাথে লড়াই করা সম্ভবপর ছিলোনা। অতঃপর চার্চিলের বিখ্যাত “ এনিমিস এনিমি ইস মাই ফ্রেন্ড” উক্তিটিকে বেদবাক্য মেনে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত ভারতের শত্রু পাকিস্থানের সাথে আমেরিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এবং আফগান- রাশিয়া যুদ্ধে আফগানের হয়ে পাকিস্থান সামরিক বাহিনী যাতে লড়াই করতে পারে তাঁর জন্য আমেরিকা ১৯৭৯- ১৯৮৯ পর্যন্ত অপারেশন সাইক্লোন নামে একটি আন্দোলন আফগানিস্থানে  শুরু করতে  সামরিক ও আর্থিকভাবে পাকিস্থানকে সহায়তা করে।  
(চলবে)

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News