ইন্ডিয়া- পাকিস্তান ম্যাচের আগে দল ঘোষণা রোহিতের। কাল জিততে মরিয়া মেন ইন ব্লু!

banner

#Pravati Sangbad Digital Desk:

রবিবার ভারত - পাকিস্তান ম্যাচের আগে প্রেস কনফারেন্সে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে তাঁকে ম্যাচের ব্যাপারে নানা প্রশ্ন করা হয়, যেমন তাঁদের প্রস্তুতি ও মানসিকতা এই ম্যাচের আগে। এ বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন, " ভারতের হয়ে খেলাটাই গর্বের বিষয়, আর অধিনায়কত্ব করা তো আরোই, তাই আমি গর্বিত। " ম্যাচ প্রসঙ্গে বলেন, " আমরা বাড়তি কোনো চাপ নিচ্ছি না, তবে এটাই চাই যে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আমাদের সেরা টা দিতে পারি। ওদের বোলিং ভালো আর আমাদের ব্যাটিং । তাই সেদিকে নজর রাখতে হবে।"

বুমরাহ র অভাব কতটা ভারতীয় দল অনুভব করবে এ বিষয়ে রোহিতের মন্তব্য , " আমার মনে হয় , বুমরার অভাব একেবারেই পূরণ করতে দেবে না মহম্মদ শামি। এ আমার দৃঢ় বিশ্বাস। " প্লেয়িং ইলেভেন সম্বন্ধে প্রশ্ন করা হলে রোহিত শর্মা বলেছেন, " মেলবোর্নের আবহাওয়া সবসময় পাল্টে যাচ্ছে, তাই এখন‌ই কিছু বলা যাচ্ছে না। আমরা রোববার ই সব ঠিক করব ভেবেছি। দরকার পড়লে প্রত্যেক ম্যাচেই আমাদের দল বদল করতে হতে পারে। "


এমনিতেই জয় শাহের মন্তব্যে অগ্নিগর্ভ অবস্থা ভারত- পাকিস্তানের মধ্যে। ভারত পাকিস্তানে খেলতে যাবে না এটা জানানোর পর ই কার্যত রাগান্বিত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় রা। সলমন বাট, জাভেদ মিয়াঁদাদ, ওয়াশিম আক্রম রা বিরোধিতা করেছেন। আক্রম বলেছেন , " ভারত কখন‌ই ঠিক করে দেবেনা কে পাকিস্তান কীভাবে ক্রিকেট খেলবে। এ বিষয়ে পিসিবি র সঙ্গে আছি।" এর আগে আফ্রিদি জানিয়েছিলেন , " জয় শাহের প্রশাসনিক বুদ্ধির অভাব রয়েছে।" অন্যদিকে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন, " যদি পাকিস্তানে ভারত খেলতে না আসে, তবে এসিসি থেকে বেরিয়ে যাবে পাকিস্তান। " এমনকী ২০২৩ সালের বিশ্বকাপে ও না যাওয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। 
এবার এ অবস্থায়, পাকিস্তান - ভারতের ম্যাচ এক অন্য মাত্রায় উত্তেজক হয়ে উঠবে এটাই স্বাভাবিক! 
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News