স্বাধীনতার ৭৫ বছর পরেও কি প্রত্যেক ভারতবাসী খেতে পারছে কি ঠিকমত?

banner

#Pravati Sangbad Digital Desk:

দ্বিজেন্দ্রলাল রায় লিখে গেছেন ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,  কতশত প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন ভারত কি সত্যি সেরা সেরার শিরোপা পেয়েছে? অলিম্পিকে পদক আসছে দেশ বিশ্বকাপ জয় করেছে ঠিকই কিন্তু মানুষের যে ন্যূনতম চাহিদা তার মধ্যে অন্যতম হলো খাদ্য ও স্বাস্থ্য। আর আমাদের ভারতবর্ষে এমন একটা দেশ যার malnutrition এর শ্রেণীবিভাগ করলে প্রাপ্ত undernutration ও overnutration এই দুটি সমস্যা প্রকট যদিও ভারত বর্ষ তৃতীয় বিশ্বের দেশ তবুও এখানে হানা দিচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ,তাই বলে কোন অংশে পিছিয়ে নেই ছোঁয়াচে রোগের পরিমানও।

আমাদের এই ভারত বর্ষ সুজলা-সুফলা শস্য-শ্যামলা এই ভারতবর্ষে করোনা পরিস্থিতিতে পরিযায়ী  শ্রমিকদের না খেতে পেয়ে মরতে হয়েছে রাস্তায়,  সেই ভারতবর্ষের আজ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স ১০১, স্বাস্থ্য খাতের বাজেটের এতই কম শতাংশ খরচ করা হয় চিকিৎসক স্বার্থকি হালদার এর বক্তব্য এদেশের স্বাস্থ্যব্যবস্থা একটা পাতলা সুতোর ওপর ঝুলে আছে একটু নাড়া দিলে ভেঙে যাবে, করোনা  সে নারা টা দিয়েছে,  economical দিক থেকে 5th rank এ থাকা একটা দেশ যার গ্লোবাল হাংগার ইনডেক্স ১০১ এ যেখানেই করোনা পরিস্থিতিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী অন্যান্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে সেখানে থালা বাজানো আলো ছাড়া কেন্দ্র কি তার থেকে সঠিক ব্যবস্থা নিতে পেরেছে কেন্দ্র পারেনি এটা দুর্বলতা নয়।


 যে শস্যশ্যামল ভারতবর্ষের মূল জীবিকা কৃষিকাজকে, সেখানে কৃষকদের ওপর চাপিয়ে আনা হচ্ছে কৃষক মারা কৃষি বিল যেখানে কিষাণ মান্ডি তুলে দিয়ে কৃষকদের বাধ্য করে চুক্তি চাষে, চাল ডাল তেল নুন এর মত ন্যূনতম জিনিস অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ছোট ও মাঝারি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের বাজার দিনের পর দিন কর্পোরেটর দের হাতে তুলে দিচ্ছে সরকার ১৯৪৭ এর পর কৃষকদের ঐতিহাসিক আন্দোলন মনে রাখবে ভারত বর্ষ তবে স্বাধীন দেশে বুঝি এমনটাই হয়, যে স্বাধীন ভারতবর্ষের মূল জীবিকা কৃষিকাজ কৃষকরাই আজ  খাদ্যের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তবুও তারা সেই ভাবে মূল্য পাচ্ছে না। আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী অনেক দেশে খাদ্যশস্য রপ্তানি করা হয় তবু কেন আজ আমাদের দেশের গ্লোবাল  হাংগার ইনডেক্স ১০১এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suparna Kundu