#Pravati Sangbad Digital Desk:
পায়ে হেঁটে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছিল দক্ষিণ ভারতের এক যুবক, অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা হয়ে এ রাজ্যেও এসেছিল সে, কিন্তু এবার রিস্কা করে ভ্রমণে বেরিয়ে পড়লেন শিলিগুড়ির এক রিক্সা চালক। পেশায় রিক্সা চালক সত্যেন দাস শিলিগুড়ির বাসিন্দা, দু বেলা খাবার যোগার করতে কাল ঘাম ছুটে যায়, কিন্তু ভ্রমণের ইচ্ছে বরাবরই রয়েছে, তাই এবার নিজের রিক্সা নিয়েই বেরিয়ে পড়েছেন দার্জিলিঙের উদ্দেশ্যে। তবে এই প্রথম নয় নিজের রিক্সা চালিয়ে সিয়াচেনও গিয়েছিলেন ২০২১ সালের জুন মাসে। সিয়াচেন যেতে সময় লেগেছিল তিন মাসের মতো।
ঠিক আবার আজ সকালে বেরিয়ে পড়েছেন সত্যেন বাবু তার সঙ্গী রিক্সা নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে, যাওয়া আসা মিলিয়ে ১ মাসের মতো ধার্য করেছেন সত্যেন বাবু নিজেই। সত্যেন বাবু জানিয়েছে, “ বর্তমানে পরিবেশ দূষণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে রিক্সা পরিবেশ বান্ধব, কোন রকম দূষণ ছড়াই না রিক্সা বা সাইকেলের মতো যানবাহন”। বর্তমানে উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো, রেলের বুকিং হেক বা রাষ্ট্রয়াত্ত সংস্থার বাস সব কিছুতেই লম্বা ওয়েটিং লিস্ট, ভিড়ে ঠাসা সমস্ত লজ, অন্যদিকে পাহাড়ে বর্ষাকালে ধস নামার প্রবনতা তো বরাবরই রয়েছে, সেক্ষেত্রে সত্যেন বাবুর এই পদক্ষেপ পর্যটকদের মনে আশার আলো জাগিয়ে তুলবে বলে এলাকাবাসীর একাংশের দাবি।