Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

কেটেছে ডান হাত তাতে কী, বাঁ- হাতেই ঘুরে দাঁড়ানোর লড়াই রেণুর

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

শনিবার রাতের ঘটনা, বৌ সরকারি চাকরি পেয়েছে শুনে তার ডান হাতটাই কেটে ফেললেন স্বামী তার দুই বন্ধুর সাথে মিলে, তারপর কেটে গিয়েছে অনেকটা সময় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে রেণুর কাটা হাতের অস্ত্রপ্রচার হয়ে গিয়েছে, পুলিশের হাতে ধরাও পড়েছেন স্বামী, কিন্তু তার পরেই এক বিরল ঘটনার সাক্ষী থাকলো হাসপাতালের কর্মীরা। ডান হাত বাদ গেলেই বা কি মনের জোর অটুট। হাসপাতালের কর্মীদের কাছ থেকে কাগজ কলম চান নির্যাতিতা রেণু, তার পরেই লড়াই শুরু। বাঁ হাত দিয়েই লিখতে শুরু করলেন, এ যেন এক নতুন জন্ম হল রেণুর। কাগজ কলম চেয়ে রীতিমতো বাঁ হাতে দিয়েই নিজের নাম বাড়ির ঠিকানা লিখে ফেললেন রেণু। হাত কাটার যন্ত্রণা ধোপে টিকলো না রেণুর মনের জোরের কাছে। এদিন রেণু বলেন, “ অনেক কষ্ট করে সরকারি চাকরি পেয়েছি, অনেক খেটেছি, আমি কিছুতেই চাকরি হাত ছাড়া করতে চাই না,। মাননীয়া মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো আমাকে যেন এই চাকরিটা দেওয়া হয়”, শুধুতাই নয় রেণু আরও বলেছেন, “ চাকরি পেলে তো আমাকে কলম ধরতেই হবে বিভিন্ন ফাইল খাতা পত্রে আমাকে সই করতেই হবে, তাহলে এত প্রতিবন্ধকতা নিয়ে বসে থাকা কেন? করতে যখন হবেই তখন অভ্যাস করা রাখা ভালো”।

চিকিৎসকরা জানিয়েছেন, রেণুর ক্ষত শুকিয়ে যাওয়ার পরে পরীক্ষা করা  হবে রেণুর বাদ যাওয়া হাতের অংশ, তার পরেই বোঝা সম্ভব রেণু নকল হাত পাবে কিনা, কিন্তু এত সব বাঁধা বিপত্তি মানতে নারাজ রেণু। সেই সাথে চিকিৎসকরা আরও জানিয়েছেন, আমরা সরকারের কাছে আবেদন করবো যাতে রেণুর চিকিৎসার খরচ সরকার কিছুটা হলেও বহন করে, সেই সাথে রেণু যাতে তার চাকরি পায় সেই আবেদনও করবো সরকারের কাছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image