এবার কি তবে আই সি সি র চেয়ারম্যান হতে চললেন সৌরভ? জল্পনা তুঙ্গে!

banner

#Pravati Sangbad Digital Desk:

বিসিসিআই র সভাপতি পদ ত্যাগের পর সৌরভ নিজেই জানিয়েছিলেন তিনি সি এ বি র সভাপতি হ‌ওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দেবেন। সি এ বি ' র সভাপতি পদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ শেষ অক্টোবর। অন্যদিকে, বি সি সি আই সূত্রের খবরানুযায়ী, আইসিসির সভাপতি হতে পারেন সৌরভ। এক‌ইসঙ্গে, তাঁর পাশাপাশি, সভাপতি , হিসাবে আরও দুজনের নাম উঠে আসছে বিসিসিআই র তরফে। শ্রীনিবাসন ও অনুরাগ ঠাকুর রয়েছেন দাদার পাশাপাশি এক্ষেত্রে। বিসিসিআই পদ থেকে অপসারণ করা হয়েছে গাঙ্গুলি কে , এবং সেটা করেছেন স্বয়ং শ্রীনিবাসন। এমন টাই গুজব উঠেছে। তাই সেই গুজবের জন্য ই হোক বা শ্রীনিবাসনের বয়স ৭৮ হ‌ওয়ায় সে কারণেই হোক, হতে পারে তাঁর নাম শেষ পর্যন্ত পেশ করা হবে না বি সি সি আই য়ের তরফে। তাই প্রধান দুই প্রতিনিধি হিসেবে থাকতে পারেন গাঙ্গুলি ও অনুরাগ ঠাকুর। মেলবোর্নের বৈঠকে এই নিয়ে ই আলোচনা হবে। যদিও মহারাজের তরফ থেকে আলাদা করে কিছু বলা হয়নি এ নিয়ে। এবার দেখা যাক, তিনি সি এ বি র সভাপতি হতে চান না আই সি সি র, কারণ আগেও তাঁকে আই পি এল র চেয়ারম্যানের পদ প্রত্যাখ্যান করতে দেখা গেছে। আই সি সি র চেয়ারম্যান হ‌ওয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ শেষ অক্টোবর। এবার দেখা যাক দাদা কী সিদ্ধান্ত নেন!

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News