আজ আইসিসি-র সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিন, জোর জল্পনা নিয়ে চিন্তায় বাঙালি

banner

#Pravati Sangbad Digital Desk:

লর্ডে টিম ইন্ডিয়ার জার্সি খুলে ঘোরানো থেকে শুরু করে টিম ইন্ডিয়ার সফলতম অধিনায়ক। ক্রিকেটের ময়দান বাদ দিলে সিএবি কিংবা বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বরাবরই বাঙালির মুকুটের উজ্বল রত্ন তিনি। তাঁকে নিয়ে বাঙালির আবেগ কম নয়, আছে ভালোবাসাও। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সন্মান পেয়েছেন তিনি। তবে লড়াকু সৌরভের বারবারই জীবনে ঘুরে ফিরে এসেই পরে বিভিন্ন প্রতিকুলতা। বিসিসিআই-র সভাপতিত্বের হাত বদল হয়েছে, ভার গিয়েছে রজার বিনির কাঁধে, আবারও বঞ্চিত বাংলার সৌরভ। তবে গত বৃহস্পতিবার প্রাক্তন বোর্ড সভাপতি জানিয়েছিলেন তিনি নাকি আরও বড় কিছুর আশা করছেন। আর তা নিয়ে শুরুও হয়ে গিয়েছে বাঙালি মনের জল্পনা, “তাহলে বড় কিছু মানে কি আইসিসি”! যদিও এর উত্তর দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সম্প্রতি বাংলার ক্রিকেট মসনদে বসার জন্য লড়াইয়ে নামতে চলেছেন তিনি। আগামী ২২শে অক্টোবর সিএবি প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন, নির্বাচনে অংশ নেবেন তিনি। অন্যদিকে আজ আইসিসি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন। তবে তিনি মনোনয়ন জমা দেবেন কিনা তাও এখনও পর্যন্ত স্পষ্ট নয় ক্রিয়া প্রেমীদের কাছে। অনেকেই বলছেন, তিনি নাকি আবারও রাজনীতির স্বীকার হয়েছেন। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডে খানিকটা ধূমকেতুর মতোই উদয় হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মাথায় নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর আশীর্বাদ ছিল। তবে এক দল বাঙালির মতে্‌, সৌরভ কোনোদিন কারোর দয়া নিতে পছন্দ করেন না। তাইতো শাহের রাজনৈতিক উদ্দেশ্য সফল হতে দেননি তিনি। এখন দেখার বিষয় বাঙালির প্রিয় দাদা কোন দিকে যায়।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News