বুমরাহ র পরিবর্তে কি শামী ই যোগ্য? উত্তর নিজেই দিলেন প্র্যাকটিস ম্যাচে!

banner

#Pravati Sangbad Digital Desk:

টি ২০ বিশ্বকাপের প্রাক্কালে হঠাৎ ই ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ চোট পেলে নতুন প্রশ্ন ওঠে যে, কে তাঁর পরিবর্ত হিসেবে থাকতে পারে সে নিয়ে। অনেকে ভুবনেশ্বর কুমার বা দীপক চহরের নাম করলেও , খুব কম মানুষ কিন্তু পক্ষে ছিলেন মহম্মদ শামি র। অনেকেই তাঁকে বুমরাহ র প্রকৃত যোগ্য হিসেবে মেনে নিতে পারেননি। পরিবর্ত হিসাবে এমনকী নাম উঠেছিল মহম্মদ সিরাজের ও।প্রকৃতপক্ষে অনেকেই মনে করেছিলেন মহম্মদ শামি টি ২০ ফর্ম্যাটের জন্য একেবারে ই ঠিক উপযুক্ত নন। ওয়ান ডে বা টেস্টে তিনি অনেক বেশি কার্যকরী। তবু ভারতীয় ম্যানেজমেন্ট শামি কেই প্রধান বোলার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গতকাল ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়া র ওয়ার্ম আপ ম্যাচে ভারত প্রথম ব্যাট করতে নেমে করে ১৮৬, ৭ উইকেটের বিনিময়ে। কে এল রাহুল করেন ৩৩ বলে করেন ৫৭ আর সূর্যকুমার করেন ৩৩ বলে ৫০, অন্যদিকে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক ২০ রানে, ১৪ বলে, ১ টা চার আর ১ টা ছয়ের বিনিময়ে। অস্ট্রেলিয়া পরিবর্তে ব্যাট করতে গিয়ে অধিনায়ক ফিঞ্চ করেন ৫৪ বলে ৭৬ , ৭ টা চার ৩ টা ছয়ের বিনিময়ে। মিশেল মার্শ করেন ১৮ বলে ৩৫, দুই দলের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি, স্টিভ স্মিথ এদিন সেভাবে প্রভাবিত করতে পারেননি। তবে বিরাট কোহলি এদিন অসাধারণ ফিল্ডিং করেছেন একটা চমৎকার রান আউট ও ক্যাচ তিনি নিয়েছেন। তবে দিনের শেষে যিনি চর্চায় থেকে গেলেন তিনি হলেন মহম্মদ শামি। লাস্ট ওভারে ১১ রান ডিফেন্ড করতে গিয়ে তিনি ১ ওভারে ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। তাঁর স্পেল জবাব দিয়ে দিল সমালোচকদের। তাঁর অভিজ্ঞতা যে বিশ্বকাপে ভারতের শক্তি হতে চলেছে এ বিষয়ে আর কোনো সন্দেহ র‌ইল না!


#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News