ভারত ও টি ২০ বিশ্বকাপ

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতের টি ২০ বিশ্বকাপ এর কথা মনে পড়তেই মনে আসে ২০০৭ র বিশ্বকাপ। একটা নতুন ফরম্যাট , বড়ো বড়ো খেলোয়াড় দের অনুপস্থিতিতে একটা নতুন দল, একটা নতুন অধিনায়ক। এমন একটা দল যাদের উপর কার‌ওর‌ই কোনো বিশ্বাস ছিল না। সেই দল কিন্তু শেষ পর্যন্ত জিতে নিয়েছিল বিশ্বকাপ। আজ‌ও যুবরাজ সিং য়ের ৬ টা ৬ , সঙ্গে রবি শাস্ত্রীর ভরাট গলায় কমেন্ট্রি ক্রিকেট প্রেমীদের মনে আজ‌ও এক বিশেষ জায়গা দখল করে রেখেছে আজ‌ও । সেই দলের অনেক সদস্য ই যথা হরবজন সিং, রবিন উথথাপ্পা , ইরফান পাঠান ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের থেকে বেশি প্রাধান্য দেন এই টি ২০ বিশ্বজয় কে। স্বাভাবিক ভাবেই সে দলে ছিল না কোনো তারকা প্লেয়ার। শচীন, সৌরভ, দ্রাবিড় এর মতো প্লেয়াররা ছিলেন অনুপস্থিত। এমতাবস্থায়, নতুন প্লেয়ারস দের দিয়ে তৈরি এই দল যে ফেভারিট হবে না সেটাই স্বাভাবিক। অন্যদিকে বিশ্বের সব দল‌ই নিজের সেরা দল পাঠিয়েছিল টুর্নামেন্টে। ভারতের কাছে তাই সামনে ছিল ভয়ঙ্কর চ্যালেঞ্জ।

ওয়ান ডে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমে হ্রাস পেতে থাকায় আই সি সি সিদ্ধান্ত নেয় নতুন একটি ফরমাটের। যা হবে ছোট অথচ সর্ব সাধারণের কাছে জনপ্রিয়। ভারতীয় অনেক প্লেয়ার ই ব্যাপারটা ছোট করে দেখেন ও খেলতে যান না। এমতাবস্থায়, ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব আসে মহেন্দ্র সিং ধোনির উপর। নবাগত বহু প্লেয়ার সেই দলের সদস্য ছিলেন। প্রথমে কেউ ভারতের যোগ্যতার উপর বিশ্বাস না রাখলেও ধীরে ধীরে ভারত বিশ্বের সব বড়ো বড়ো দলকে পরাস্ত করে। তাদের মধ্যে ছিল সে সময়ের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়াকেও। ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত! লাস্ট ওভারের কথা কে ভুলে যেতে পারে? যোগিন্দর শর্মার স্পেল, মিসবার ঘুরিয়ে পিছনে মারতে গিয়ে আউট হ‌ওয়া আর আবার ও রবি শাস্ত্রীর কন্ঠস্বর, " শ্রীশান্ত, টেকস ইট!" আর ভারতের বিশ্বজয় জোহানেসবার্গে! কোটি কোটি ভারতবাসী আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল সেদিন।

কেউ মাঠে কেউ টি ভি র সামনে। হরভজন এর কথায় যেদিন ভারতীয় দল ভারতে আসে সেদিন মুম্বাই য়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। মুম্বাই যেন আটকে পড়েছিল সেদিন। টুর্নামেন্টে সর্বোচ্চ রান ভারতের হয়ে করেছিলেন গম্ভীর (২২৭) আর সবচেয়ে বেশি উইকেট পান আর পি সিং (১২)। না, এমন দৃশ্য আর দেখেনি ভারত। এমন উন্মাদনা, এমন মানুষের ভালোবাসা আর কখনও দেখা যায়নি। ২০০৭ র বিশ্বকাপের জন্য ই শুরু হয় আই পি এল, এবং তার জনপ্রিয়তা আজ‌ও অমলিন। এই বিশ্বকাপ যে কত খেলোয়াড়ের কেরিয়ার কে একটা নতুন দিশা দিয়েছিল তার ইয়ত্তা নেই।

এবারের (২০২২) বিশ্বকাপে ভারত অনেক সমস্যা নিয়ে খেলতে গিয়েছে ভারত। দীপক চহর, জসপ্রীত বুমরহ, রবীন্দ্র জাদেজা র মতো খেলোয়াড় রা টুর্নামেন্ট থেকে বাতিল হয়েছে চোটের জন্য। এমতাবস্থায়, ভারত কোথায় শেষ করে নিজের বিশ্বকাপ সফর সেটাই এখন দেখার! যদিও প্রথম প্র্যাকটিস ম্যাচে জিত হয়েছে ভারতের!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News