এশিয়া জয় ও সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট দলের অবস্থান ও অবদান।

banner

#Pravati Sangbad Digital Desk:

শনিবার শ্রীলঙ্কা কে হারিয়ে সপ্তমবারের মতো এশিয়া কাপ জিতে নিল ভারতের মহিলা ক্রিকেট টিম। শনিবার একপ্রকার রেণুকা আর মনদানা র দাপটেই পরাস্ত হল আতাপত্তুর দল। এদিন টসে জিতে প্রথমেই ব্যাটিং এ জন্য যায় শ্রীলঙ্কা। তবে সেই সিদ্ধান্ত যে, কোনোরকম ধনাত্মক ফল দেয়নি তা বোঝা যায় খুব তাড়াতাড়ি ই। শ্রীলঙ্কার দুই ওপেনার আতাপত্তু আর সঞ্জিবনী কে রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান রেণুকা আর পুজা বস্ত্রাকার! অধিনায়ক আতাপত্তু করেন ৬ , অন্যদিকে সঞ্জিবণী ফিরে যান মাত্র ২ রানে।
এরপর ই তাসের ঘরের মধ্যে ধসে যায় লঙ্কাবাহিনী। মদাভি ফেরত যান ১ রানে। রেণুকার অসাধারণ আউটসুইং এ উইকেটের পিছনে ধরা পড়েন তিনি রিচা ঘোষের হাতে! রেণুকা এ দিন মাত্র ৩ ওভারে ৫ রান দিয়ে সংগ্রহ করেন ৩ উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট আর স্নেহ রানা ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়ে নেন ২ উইকেট! শ্রীলঙ্কার থেকে এদিন সর্বোচ্চ রান করেন রণাবীরা ‌। ২২ বলে ৮১. ৮২ স্ট্রাইক রেটে করেন ১৮ রান । ২০ ওভারে ৯ উইকেটের ব্যবধানে শ্রীলঙ্কা করে মাত্র ৬৫ রান।ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে শেফালী বর্মা মাত্র ৫ রানে স্টাম্প হন উইকেটের পিছনে আর টুর্নামেন্টে অসাধারণ ফর্মে থাকা রডরিগেজ আউট হয়ে যান ২ রানে । কিন্তু এটা ছিলেন স্মৃতি মন্দানা যাঁর দাপটে মাত্র ৮ ওভার ৩ বলে টার্গেট সম্পূর্ণ করে ভারত। ২০৪ স্ট্রাইক রেটে তাঁর স্কোর ২৫ বলে ৫১। যেখানে তাঁর ইনিংসে রয়েছে ৬ টি চার আর ৩ টি ছয়। অন্যদিকে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত, ১১ রানে।

ভারতের এত অসাধারণ পারফরম্যান্স র কান্ডারী অনেকে হলেও রেণুকা কেই ম্যাচের সর্বসেরা পারফর্মার হিসেবে নির্বাচন করা হয়। আর টুর্নামেন্টের সর্বসেরা হন দীপ্তি শর্মা। কিছুদিন আগেই যেখানে ম্যানকাডিং নিয়ে সমালোচিত হয়েছিল দীপ্তিকে, সেই দীপ্তিই দেখিয়ে দিলেন পারফরমেন্স কথা বলে, সমালোচনা নয়। অন্যদিকে রেণুকার অসাধারণ বোলিং দেখে অনেক ভক্তরা বুমরাহ র পরিবর্তে রেণুকা কে ভারতীয় দলে নেওয়ার জন্য আবেদন করছেন, যদিও তা মজার ছলে।
কিছুদিন আগেই কিংবদন্তি পেসার ঝুলনের অবসরের পর এমন এক কোয়ালিটি ফাস্ট বলার পাওয়া ভারতের জন্য সুখবর‌ই বটে। বর্তমানের ভারতীয় মহিলা দল অনেক বেশি ব্যালেন্সড ও শক্তিশালী। এশিয়া জয়ী দলের এখন সামনে লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ। ঐতিহাসিক উইমেন আই পি এল ও শুরু হতে চলেছে খুব শীঘ্রই। একের পর এক নজির গড়ে তুলছে ভারতীয় দল। ব্যক্তিগত ও দলীয় হিসেবে একের পর এক রেকর্ড উঠে আসছে । একদিন যেখানে মানুষ জানত না যে মেয়েদের ও ক্রিকেট টিম আছে, মেয়ে খেলোয়াড় দের জন্য ছিল না উপযুক্ত পরিকাঠামো, আজ সেখানে খেলোয়াড় দের , ভারতীয় মহিলা ক্রিকেট দলের চর্চা সর্বভারতীয়। বাবা মা রা তাদের মেয়েদের ক্রিকেটার হ‌ওয়ার স্বপ্ন কে মান্যতা দিচ্ছেন। এ এক বিশাল অ্যাচিভমেন্ট ও নতুন যুগের সূচনাই বটে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Tags:

Related News