Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এখন এক ফর্মেই সমাধান রেশনের সমস্যা

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

রেশনের চাহিদা ক্রমে বাড়তেই থাকছে। গত মাসেই রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হয়ে গেছে দুয়ারের রেশন প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চালু হয়েছে এই প্রকল্প এই প্রকল্প। এইবারে রেশনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং ভুল সংশোধনের জন্য একটি ফর্মই জারি করল রাজ্য সরকার । এবার থেকে একটি আবেদনপত্র রেশন সংক্রান্ত যাবতীয় ভুলের সংশোধন করা যাবে । আগে এগারটি আলাদা আবেদনপত্র ছিল বিভিন্ন আলাদা সমস্যার জন্য । জনসাধারণের সুবিধার্থে অনলাইনেও এই ব্যবস্থা চালু রাখা হবে বলে জানানো হয়েছে । খাদ্য দপ্তর এর বক্তব্য অনুযায়ী নতুন যে আবেদনপত্র করা হয়েছে তাতে কোন বিষয়ের জন্য কোন অংশ পূরণ করতে হবে তা স্পষ্টভাবে উল্লেখিত আছে । খাদ্য কর্তারা জানান এক দেশ এক রেশন কার্ড চালু হওয়ার পর থেকেই ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগের কাজ শুরু করা হয়েছে । এবং তার ফলে যথেষ্ট লাভ পাওয়া গেছে, বিভিন্ন ভুয়া উপভোক্তাদের চিহ্নিত করে বাদ দেওয়া সম্ভব হয়েছে এবং একইভাবে প্রাপ্য মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। রেশন কার্ডে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এইদিকে আধার সংযোগের সময় অধিকাংশ উপভোক্তা দেরই আলাদা আলাদা ভুল দেখা যাচ্ছে। সে ক্ষেত্রে সবার আলাদা আবেদনপত্র হলে দ্রুত ভুল সংশোধন করা সমস্যা হয়ে দাঁড়ায়। করণা পরিস্থিতিতে লক ডাউন জারি হলে রাজ্য সরকারের পক্ষ থেকে গত বছর থেকেই সমস্ত পরিবারকে বিনামুল্যে রেশন সরবরাহের কথা ঘোষণা করা হয়। সেই পথ ধরেই মুখ্যমন্ত্রী এইবারে রীতিমতো তা সাধারণ মানুষের বাড়ির সামনে নিয়ে চলে এলো। রাজ্যের প্রায় ১০ কোটি মানুষ সুবিধা পাবে এই প্রকল্পে। এই প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে এবং তার জন্য রেশন ডিলার গাড়ি কিনলে রাজ্য সরকার থেকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। প্রতি ৫০০ মিনিট অন্তর অন্তর গাড়ি দাঁড় করানো হবে রেশন দেয়ার জন্য এবং তাতে দুজন করে কর্মী নিয়োজিত থাকবে। এই দুয়ারে রেশন প্রকল্পে বিনামূল্যে ৫ কেজি করে রেশন সামগ্রী দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল কিন্তু প্রথমেই বড় সমস্যা ছিলো যে কিভাবে সামগ্রী পৌঁছে দেয়া হবে। সেই সমস্যার সমাধান করে রাজ্য সরকারি।


আগে গোটা পরিবারের রেশন সামগ্রী পাওয়ার জন্য আবেদন তো করতেই হতো সেইসঙ্গে পরিবারের কাউকে যুক্ত করতে, ডিজিটাল রেশন কার্ড পেতে, রেশন কার্ডে যে কোনো রকম ভুল সংশোধন করতে, কার্ডের গোত্র পরিবর্তন করতে এছাড়া রেশন দোকান বদলাতে হলেও আলাদা আলাদা আবেদনপত্র ছিল। কার্ড হারিয়ে গেলে বা পরিবারের কেউ অন্য কোথাও চলে গেলেও উপভোক্তাদের আলাদাভাবে আলাদা আলাদা ফরমে আবেদন করতে হতো।  এর ফলে অনেক সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। কোন বিষয়ের জন্য কোন আবেদন পত্র তা জানতে অনেক সমস্যা হতো। রাজ্য সরকারের তৎপরতায় এই সমস্যার সমাধান হয়েছে আপাতত।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ রাজ্য
Related News