Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

রাজ্যের শিক্ষিত যুবক যুবতিদের জন্য সুখবর, প্রতি মাসে মিলবে ১৫০০ টাকা ভাতা

banner

#Pravati Sangbad Digital:

রাজ্যের বেকার যুবক যুবতিদের জন্য সুখবর। বর্তমানে দেশের সাথে সাথে রাজ্যে বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাদের জন্য নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম দেওয়া হয়েছে যুবশ্রী। মূলত যারা বেকার কিন্তু তা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, এই প্রকল্পটি তাদের জন্য। যার সাহায্য প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেবে রাজ্য সরকার। এখন দেখে নেওয়া যায় আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয়। প্রথমেই যেটি দরকার সেটি হল আবেদনকারীকে পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে তবেই মিলবে এই ভাতা। প্রথমে যুবশ্রী-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। সমস্ত কিছু হয়ে গেলে একটি ইউজার আইডি এবং পাসকোড দেওয়া হবে। এটি পরে আবেদনের ভুলত্রুটি সংশোধন করতে কাজে লাগবে। নিজের ভোটার কার্ড বা রেশন কার্ড, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় তথ্য পূরণ করতে হবে। পরে সরকার ভাতার প্রয়োজনীয়তা দেখে প্রতি মাসে ১৫০০ টাকা করে ব্যঙ্কে পাঠিয়ে দেবে। আবেদন করার শেষ তারিখ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

#Source: online/Digital/Social Media News   # Representative Image


 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News