প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকীতে দেশে এলো এশিয়াটিক চিতা, শুভেচ্ছার সাথে কটাক্ষের সুর মহুয়া মৈত্রর গলায়

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ ১৭ই সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। অর্থাৎ ভাদ্রের শেষ। ঠিক একই দিনে ৭২ বছরে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর জন্মদিন। গেরুয়া থেকে বিরোধী শিবির সকলেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে শুভেচ্ছা বার্তার মধ্যেও ছিল কটাক্ষ। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে টুইট করে তিনি লিখেছেন, “শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি যে ভাবে চিতা সংরক্ষণে নজর দিয়েছেন তা খুবই ভালো, আশা করবো দেশের সংবিধান সংরক্ষণেও তিনি সমান ভূমিকা নেবেন”। উল্লেখ্য, এর আগেও বিধানসভা চত্বরে একাধিকবার মহুয়া মৈত্রকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে, একাধিক কটূক্তিও করেছেন তিনি।


 অন্যদিকে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রীর ৭২তম জন্ম বার্ষিকীতে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্যের কামনা করি”। পাশাপাশি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিনে সুদূর নমিবিয়া থেকে ভারতীয় বিমান বাহিনীর চিনুক চপারে করে নিয়ে আশা হয়েছে ৮টি চিতা। ১৯৫২ সালে তৎকালীন কেন্দ্র সরকার ঘোষণা করেছিল দেশে অবলুপ্তি ঘটেছে এশিয়াটিক চিতার। তার ৭০ বছর পরে দেশে নিয়ে আশা হল ওই প্রজাতির আটটি চিতা। তাতে খুশি বন্যপশু প্রেমিরাও। কিন্তু অন্যদিকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাদের রাখা হয়েছে মধ্যপ্রদেশের কুনো অভয়ারণ্যে। 

#Source: online/Digital/Social Media News #RepresentativeImage 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News