Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

হাইকোর্টে রাজ্যের সিদ্ধান্ত খারিজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

banner

#Pravati Sangbad Digital:

আরও একবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের আবেদন খারিজ করলো রাজ্য সরকার। প্রসঙ্গত গত বছর আগস্ট মাসের পরে উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে পুনর্বহালের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এদিন সেই বিজ্ঞপি খারিজ করে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, উপাচার্য দাখিল করা রাজ্যের কাজ নয়। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্জ খারিজ করে রাজ্যের আবেদন। উল্লেখ্য, রাজ্য, রাজ্যপালের সংঘাত দেখেছে সমগ্র রাজ্যবাসী। যদিও রাজ্যের প্রাক্তন রাজ্যপালের ঠিকানা এখন দিল্লির রাইসেনা পাহাড়। তিনি বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি। তাঁর সময় থেকেই রাজ্যের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে রাজ্য সরকার। সেই নিয়োগকে কার্যত অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তারপরেই হয়েছে উপাচার্য নির্বাচন। উল্লেখ্য, রাজ্যপালের সাথে বিবাদের জেরে রাজ্যপালের কাছ থেকে আচার্যের ক্ষমতা কেড়ে নেই রাজ্য। সেই ক্ষমতা বর্তমানে রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। কিন্তু উপাচার্য নিয়োগের কোন রকম ক্ষমতা নেই রাজ্যের হাতে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে রাজ্য।


 


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News