১৪ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর হাওড়া ডিভিশনের মেন এবং কর্ড লাইন শাখাই বাতিল ৫৪টি এক্সপ্রেসসহ বেশকিছু লোকাল ট্রেন

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি কিছু মাস আগেই ব্যান্ডেল স্টেশনের নন-ইন্টারলকিং এর কাজের জন্য বন্ধ ছিল একাধিক দূরপাল্লার ট্রেনসহ বেশকিছু লোকাল ট্রেন। তবে এবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনের রসুলপুর এবং শক্তিগড়ের মাঝে তৃতীয় লাইনের কাজের জন্য আরও একবার বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। গত ৩শরা সেপ্টেম্বর থেকে ১৩ই সেপ্টেম্বর লোকাল ট্রেন বাতিলের সাথে সাথে দূর পাল্লার ট্রেন বাতিলের কথা আগেই জানিয়েছিল পূর্ব রেল। সেই সাথে পূর্ব রেলের তরফ থেকে আরও জানানো হয়েছিল বেশকিছু দূরপাল্লার ট্রেনকে ব্যান্ডেল ষ্টেশন থেকে কাটোয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যার জেরে ব্যাপক ভাবে ব্যহত হচ্ছে রেলের যাত্রী পরিষেবা। দফায় দফায় বিক্ষোভও দেখাচ্ছে নিত্য যাত্রীরা। যাত্রীদের কথা মাথায় রেখে চলছে বিশেষ ট্রেন। যদিও সেই ট্রেনে কার্যত তিল ধারণের জায়গা থাকছে না বলেই জানা গিয়েছে। শুধু তাই নয় লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরাতেও নিত্য যাত্রীরা বাধ্য হয়েই উঠে পড়ছেন। তবে এবার পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর তৃতীয় লাইনের কাজ পুরোপুরিভাবে শেষ করার কথা ভাবছে পূর্ব রেল। যার জন্য  বাতিল ৫৪টি এক্সপ্রেস ট্রেন। বাতিল ট্রেনের তালিকার মধ্যে রয়েছে হুল এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, শিয়ালদহ রামপুরহাট মা তারা এক্সপ্রেস, পাশপাশি রয়েছে যোগবানী, মিথিলা, গঙ্গাসাগর, গণদেবতা এক্সপ্রেস, শিলঘাট এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন। অন্যদিকে ব্যান্ডেল থেকে ঘুর পথে চলবে বালুরঘাট এক্সপ্রেস, হলদিবাড়ি এক্সপ্রেসের মতো ট্রেনগুলি। রেল সূত্রে খবর এই তিনদিন কার্যত কর্ড এবং মেন লাইনের সব ট্রেনই বাতিল থাকবে। তবে পুনরায় চালু হওয়ার পরে আবারও স্বাভাবিক নিয়মেই নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News