জোড়া জয়ের পর আজ প্রথমবার হারের সম্মুখীন হলো ওড়িশা এফসি জিতলো কেরালা

banner

#Goa:

ওড়িশার এবছরের আইএসএল এর যাত্রা পথটা সুন্দর হলেও আজ কেরালা ব্লাস্টারস্-এর সামনে মুখ থুবড়ে পড়ল তারা। আজ ওড়িশা এফসি ২-১ গোলে হারল কেরালা ব্লাস্টার এর কাছে। কেরালা ব্লাস্টার এর শুরু টা এবছর ভালো না হলেও ধীরে ধীরে তারা তাদের পুরনো ছন্দে ফিরছে, আজ তারই প্রমাণ পাওয়া গেলো। আজকের ম্যাচটির প্রথমার্ধ সাদামাটা হলেও দ্বিতীয়ার্ধ অনেকটাই ঘটনা বহুল প্রথমার্ধের চেয়ে।


           ওড়িশার কোচ রেমিরেজের আজকের ম্যাচটি জেতা উচিৎ ছিল, কিন্তু আজ রেমিরেজের কিছু করার ছিল না, সারা ম্যাচে ভালো খেললেও তাদের ডিফেন্ডারদের ছোট কিছু ভুলের জন্য আজ তাদের ২ টি গোল হজম করতে হয়। প্রত্যেক দিনের মত আজও তাদের কোচ ৪-২-৩-১ ছকে ওড়িশাকে সাজিয়েছিল কিন্তু আজ তার সমস্ত টাকটিস কোনো কাজেই আসেনি, তার সাথে আজ কোনো গোল করতে পারেননি তাদের আক্রমণ ভাগের প্রধান অস্ত্র জাভি। তাদের দলের ডিফেন্ডার ভিক্টর মঙ্গীল, অ্যান্থনি, মিডফিল্ডে ভিনীত রাই, আরীদায় ও আক্রমণ ভাগে জাভির পরিবর্তে আসা নিখিল রাজ ভালো প্রদর্শন করলেও কাজের কাজ কিছুই হয় নি।


            ওপর দিকে কেরালার কোচ ইভান ভুকমানভিচ আজ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তাদের লীগের প্রথম জয় ও ৩ পয়েন্টে পাওয়ার জন্য। তার দলটি ৪-৪-২ ছকে সাজানো ছিল, তাদের দলের দুই উইং খুবই সচল ছিল একদিকে আব্দুল সামাদ ও ওপর দিকে হার্মাঞ্জত খাবরা তারা ছিল অসাধারন। এই দুইজনকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল ওড়িশা এফসি, পরে যখন ওড়িশার খেলোয়াড়রা সামাদ ও খাবরা কে ম্যান মার্ক করে তখনই কেরালার দুই অস্ত্র জেগে ওঠে, এক লুনা ও দ্বিতীয় আলভারো ভেস্কেস, নজর কাড়া খেলা খেলেছেন জ্যাকসন সিং, সামাদ, খাবরা, কার্নেরিও, লুনা ও সামাদের পরিবর্তে মাঠে আসা প্রশান্ত।

            খেলার প্রথমার্ধে দুই দলই অত্যন্ত সতর্ক হয়ে মাঝে মাঝে আক্রমণে তারপর আবার ডিফেন্সিভ কিছু কিছু সময় কাউন্টার অ্যাটাক করে খেলাটিকে অতিবাহিত করছিল, আজ দুটি দলের কোচ চেষ্টা করেছে ভাল ভাবে তাদের দল দুটি কে পরিচালনা করতে। প্রথমার্ধটা ভালো কাটলেও দ্বিতীয়ার্ধ টা পুরোপুরি কেরালার দাপট চলেছে। 


          দ্বিতীয়ার্ধে কেরালার কোচ তাদের দলের সামাদ এবং হার্মাঞ্জত খাবরা কে ২ উইং দিয়ে এত ওঠা নামানো  করিয়েছেন যে ওড়িশার প্লেয়াররা নাস্তানাবুদ হয়ে গেছিল তাদের সামনে। ৬২ মিনিটে লুনার একটি ক্রস কে আগে থেকে অনুমান করে নিয়ে আলভারো ভেস্কেস ওড়িশার ডিফেন্স ভেঙে এগিয়ে যাচ্ছিলেন গোলপোস্টের দিকে, ওদিকে ওড়িশার ডিফেন্ডার হেক্টর রোডস এর ভুলের কারণে আর ও তাকে আটকানো যাইনি, সেখান থেকে ভেস্কেস, গোলকিপার কমলজিত কে ওয়ান অন ওয়ানে পরাজিত করে গোল দেন। কেরালা এগিয়ে যায় ১-০ গোলে, আর কিছুক্ষণ পরে আবার লুনা একটি অসাধারণ থ্রু পাস পান, কিন্তু তিনি সেই বলটিকে গোলে পরিবর্তিত করতে পারেননি। তারপর ৭৬ মিনিটে সামাদ এর পরিবর্তিত হিসেবে আসা প্রশান্ত ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন, যার দরুন কেরালা ২-০ গোলে ওড়িশার থেকে এগিয়ে যায়। আর তারপর থেকেই ওড়িশার কোচ রেমিরেজ জাভির বদলে নিখিল রাজকে নিয়ে আসেন এবং তিনি ম্যাচের শেষ লগ্নে একটি গোল দেন, যা সান্তনা পুরস্কার হিসেবে ওড়িশার জন্য থেকে যাবে। সবশেষে ম্যাচের স্কোর গিয়ে দাঁড়ায় ২-১ এ।


 আজকের ম্যাচের পর আইএসএল এর লিগ টেবিলে ওড়িশা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকে ও কেরালা ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tomojoy Shrimany

Related News