পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আম আদমি পার্টির কার্যালয় উদ্বোধন, বিজেপির বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত আপ

banner

#Pravati Sangbad Digital Desk:

পুজোর আগে দক্ষিণ কোলকাতার কসবাই খুলে গেলো আম আদমি পার্টির সদর দফতর। এদিন রাজ্যের আপ দায়িত্ব প্রাপ্ত নেতা সঞ্জয় বসু উদ্বোধন করেন নতুন অফিস। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই কর্মী সংগ্রহের কাজে নেমেছিল আম আদমি পার্টি। তারপর ধীরে ধীরে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে আপের সমর্থকরা। দিল্লির পরে গত বিধানসভা নির্বাচনে পাঞ্জাব দখল করেছে তারা। এবার তাদের লক্ষ্য বাংলার দিকে। উল্লেখ্য, দেশে কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া একমাত্র আম আদমি পার্টি বেশ কিছু রাজ্যে ক্ষমতায় রয়েছে। অর্থাৎ এই বিজেপি এবং কংগ্রেস এই দুই জাতীয় স্তরের রাজনৈতিক দলের পরেই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাশাপাশি, দিল্লির উন্নয়ন নজর কেড়েছে গোটা দেশের। দিল্লি মডেলকে হাতিয়ার করেই চলতি বছর পাঞ্জাব দখল করেছেন তারা। ঘরে ঘরে বিনা মূল্যে বিদ্যুৎ, পানীয় জল, উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে আম আদমি পার্টি। সেই সাথে দুর্নীতি দমনেও বিশেষ উদ্যোগী তারা। এদিন নতুন কার্যালয় উদ্বোধনের পরে সঞ্জয় বসু জানিয়েছেন, ‘আমাদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে। তবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও সরব হতে হবে‘। অন্যদিকে এসএসসি কাণ্ডে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করেছিল আম আদমি পার্টি। তবে তৃণমূলের উন্নয়নে ভরসা রাখছেন তারা। রাজ্যে আগামী বছর পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এখনও বাকি ২ বছর। কিন্তু বিজেপির বিরুদ্ধে সময় নষ্ট করতে নারাজ আম আদমি পার্টি।




#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News