পাঞ্জাবে বাতিল বিশেষ অধিবেশন, রাজ্যপালের কাজে সন্তুষ্ট নন আপ প্রধান

banner

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি দিল্লি বিধাসভায় শেষ হয়েছে আস্থা ভোট, জয়ী হয়েছে আম আদমি পার্টি। আবারও প্রমাণ হয়েছে তাদের সংখ্যা গরিষ্ঠতা। এবার পাঞ্জাবে আস্থা ভোটের কথা ভাবছিল আম আদমি সরকার। সেই মতো আজ পাঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক দিয়েছিল আম আদমি সরকার। কিন্তু অধিবেশনের  ঠিক একদিন আগেই পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারি লাল পুরহিত বাতিল করেছেন আস্থা ভোটের আর্জি। আজ পাঞ্জাবে নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করার কথা ছিল আপ সরকারের। সেই মতো বিশেষ অধিবেশনের আয়োজনও করা হয়েছিল। কিন্তু তার ঠিক আগের রাতেই বাতিল করা হল অধিবেশন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, “ক্যাবিনেটের ডাকা অধিবেশন কিভাব রাজ্যপাল বাতিল করতে পারেন? তাহলে কি গণতন্ত্র নেই”। রাজ্যপালের কাজে রুষ্ট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। এদিন তিনি টুইট করে জানিয়েছেন, “ রাজ্যপাল কিভাবে অধিবেশন বন্ধ করতে পারেন? দেশের গণতন্ত্র কি সেই ক্ষমতা দেয়”। এ নিয়ে পাঞ্জাবের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, অপারেশন লোটাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সম্প্রতি। আর তার মধ্যেই এমন সিদ্ধান্ত রাজ্যপাল বানওয়ারি লাল পুরোহিতের।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News