Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পঞ্চায়েত ভোটের আগে কড়া মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় সরকারের ১৫ প্রতিনিধির বিশেষ দল। ধরা পড়ছে একাধিক বেনিয়মের ছবি। গরমিল প্রকল্পের টাকাতেও। এমনটাই রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারপরেই কড়া মুখ্যমন্ত্রী। দুর্নীতি দমনে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জেলার জেলাশাসকদের তিনি নির্দেশ দিয়েছেন, কোন পঞ্চায়েতে যদি দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে এফআইআর করতে হবে। টাকা উদ্ধার করতে হবে দুর্নীতিতে জড়িতদের কাছ থেকে। প্রসঙ্গত গত কয়েক সপ্তাহে ইডি, সিবিআই জোরা বানে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন রাজ্যের দুই হেভিওয়েট তৃণমূল নেতা। উঠে এসেছে একাধিক বেনিয়মের ছবি। তারপর থেকেই দুর্নীতি দমনে মরিয়া শাসকদল। নিজেদের স্বচ্ছ করতে হবে, পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে। সবকিছু খতিয়ে দেখে এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লি ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। প্রধানমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন দুই মন্ত্রী। দীর্ঘক্ষণ চলে আলোচনা। সূত্রের খবর, রাজ্যের সমস্ত পাওনা চাইতেই তিনি ছুটে গিয়েছিলেন দিল্লি। প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের বীরুধে একাধিকবার উঠেছে দুর্নীতির অভিযোগ। সরব সমস্ত রাজনৈতিক দল। এবার নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের পরে নতুন করে মন্ত্রীসভা গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত মন্ত্রীদের দেওয়া হয়েছে একটি করে দফতরের

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News