Flash news
    No Flash News Today..!!
Monday, May 6, 2024

এ যেন অন্য অনুব্রত গ্রেফতারির পর থেকে মুখে আঙুল দিয়েছেন কেষ্ট

banner

#Pravati Sangbad digital Desk:

গতকাল সকাল ঠিক সাড়ে ১০টা, অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে এলেন সিবিআই আধিকারিকরা, সাথে বীরভূমের দাপুটে নেতা। অন্যান্য দিনের অঙ্গভঙ্গির থেকে গতকালের অঙ্গভঙ্গি ছিল একদমই আলাদা। শারীরিক এবং মানসিক ভাবে তিনি ক্লান্ত। বাড়ি থেকে বের করেই নিজের গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় আসানসোলের সিবিআই আদালতে, সাথে কয়েকশো কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান। বাড়ি থেকে শুরু করে যেখানে যেখানে গাড়ি থেমেছে বা অনুব্রত মণ্ডলকে দেখতে পেয়েছেন পথ চলতি মানুষ সবার মুখেই একটাই স্লোগান “গরু চোর”। শুধু তাই নয়, অনেকে আবার দেখতেও এসেছিলেন তাদের দাপুটে নেতাকে। বিকেল ৫টা, গাড়ি গিয়ে থামে আসানসোলের সিবিআই আদালতের সামনে। গাড়ি থেমতেই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা, কেউ কেউ আবার হাতে জুতো নিয়ে প্রতিবাদ করতে শুরু করেন।বেশ কিছুক্ষন চলে জিজ্ঞাসাবাদ পর্ব, সেখানে অনুব্রত মণ্ডল জানাই, “আমার শারীরিক সমস্যা রয়েছে, নানা রোগ রয়েছে আমার”। তারপরেই বিচারপতি তাঁকে বসে উত্তর দেওয়ার জন্য বলেন। দেখে বোঝায় যাচ্ছে, ভেঙে পড়েছেন বীরভূমের মুকুটহীন রাজা। কখনও তাঁর চোখে জলের দেখা মিলেছে, কখনও আবার মাথা নামিয়ে রয়েছেন তিনি। অনেকেই বলছেন, হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই চোখে মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট। গতকাল রাত প্রায় পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআই-এর কনভয় পৌঁছে গিয়েছে নিজাম প্যালেস। আপাতত আদালতের নির্দেশের ১০ দিন সেখানেই থাকবেন তিনি। পাশাপাশি অনুব্রত মণ্ডলের গ্রাফতারিতে উত্তেজিত বিরোধী শিবির, কেউ বিলি করছেন গুড় বাতাসা, কেউ আবার বেরিয়ে পড়েছেন ঢাক নিয়ে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News