Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

বিনা অনুমোদনে নিয়োগ নয়, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

সরকারি অনুমোদন ছাড়া নিয়োগ নয়। গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া যেকোনো সংস্থা স্থায়ী কিংবা অস্থায়ী কর্মী নিয়োগ করতে পারবে না। সাধারণত কর্মী নিয়োগ করতে গেলে সংশ্লিষ্ট সংস্থাকে সরকারি অনুমোদনের পাশাপাশি অর্থ দফতরের অনুমতিও নিতে হয়। কোনো ক্ষেত্রে যদি তা না হয় তাহলে আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের শিল্পমন্ত্রীকেও নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত জেরবার রাজ্য সরকার। ক্রমেই বেড়ে চলেছে বিড়ম্বনা। যার জেরে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এবার থেকে আইন সিদ্ধ পদ্ধতিতেই নিয়োগের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া বিভিন্ন সভা মঞ্চে একাধিকবার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “ভূল হতেই পারে। অন্তত ভূল শুধরে নেওয়ায় একটা সুযোগ দেওয়া উচিত”। বর্তমানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর হাতে গ্রেফতার হয়েছেন। তার বর্তমান ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। নিয়োগ দুর্নীতি সামনে আসার পরেই ইমেজ স্বচ্ছ করতে ব্যস্ত রাজ্য সরকার। সূত্রের খবর, করোনা কারণে রাজ্যের আর্থিক টালমাটাল অবস্থা। যার জেরে অর্থ দফতর থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল বিনা অনুমোদনে নিয়োগ না করার জন্য। কিন্তু বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। তাই নির্দেশিকা শিথিল হয়েছে অনেকটাই। কিন্তু তাতেও আর্থিক ব্যয় কমাতে চাই রাজ্য সরকার।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News