#Pravati Sangbad Digital Desk:
এটিকে মোহনবাগানের হয়ে এবার মাঠে নামতে দেখা যাবে ফ্লোরেন্তিনকে। শোসাক্স মবেলিয়ার্ড এই খবর টুইট করে জানিয়েছে, সেই সাথে টুইট করে তারা আরও জানিয়েছে এক বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে ফ্লোরেন্তিন। এখনও পর্যন্ত আইএসএল এর শুরুর পর থেকে এতো বড় প্লেয়ার খেলতে নামেননি, যদিও পোগবার মতো ফ্লোরেন্তিন জগত বিখ্যাত না হলেও যথেষ্ট ভালো পারফর্মেন্স রয়েছে তার।
ফুটবলার হিসাবে জীবন শুরু করেছিলেন স্পেনের এক ক্লাবে, তার পর থেকে থেমে থাকেননি ৩২ বর্ষীয়ান এই খেলোয়াড়। জানা গিয়েছে সেল্টা ভিগোর জুনিয়ার টিমে খেলোয়াড় জীবন শুরু করলেও পরে সিনিয়ার পর্যায়েও খেলেছেন দীর্ঘদিন। শুধু তাই নয় বিগত ছয় বছর ধরে খেলেছেন ফ্রান্সের সাঁ এতিয়েনের হয়েও, সেই সাথে আমেরিকার মেজর লিগ এবং তুরস্ক ক্লাবের হয়েও খেলেছেন বহুদিন। অন্যদিকে ২০১৩ সালে জাতীয় স্তরে খেলেছেন গিনির হয়ে, রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও। ভাই পল পোগবা জাতীয় স্তরে খেলেছিলেন ফ্রাসের হয়ে, অন্যদিকে দাদা ফ্লোরেন্তিন গিনির হয়ে জাতীয় স্তরের খেলেছেন। সম্প্রতি খেলার মাঠেও দল বদল শুরু হয়েছে। ফুটবল প্রেমীরা অনেকেই মনে করেছিলেন মোহনবাগানও নিশ্চয় কিছু চমক নিয়ে হাজির হবে, ঠিক তেমন তাই ঘটলো। তার পাশাপাশি অনেকেই মনে করছেন ফ্লোরেন্তিন এটিকে মোহনবাগানের হয়ে খেলার ফলে, আগামী আইএসএল এ বাকিদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে সবুজ মেরুনের দল। তবে এখনও পর্যন্ত মোহনবাগান সূত্রে কিছু শোনা যায়নি, হয়তো খুব তাড়াতাড়ি ঘোষণা করবে তারা।