আপনার ব্যবহারই ঠিক করবে গাড়ির ইন্স্যুরেন্স প্রিমিয়াম- নয়া পদক্ষেপ আইআরডিএআই-এর

banner

#Pravati Sangbad Digital Desk :

মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে নতুন ঘোষনা আইআরডিএআই- এর। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) সাধারণ বীমা সংস্থাগুলিকে মোটর বীমা পলিসির জন্য স্মার্ট অ্যাড-অন ইস্যু করার অনুমতি দিয়েছে। যার প্রিমিয়াম, গাড়ির চালানোর ক্ষেত্রে চালকের আচরণের উপর নির্ভর করবে।
IRDAI একটি বিবৃতিতে জানিয়েছে, মোটর ইন্স্যুরেন্সের ধারণা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আরও জানিয়েছে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মানিয়ে নিয়ে বদলাতে হবে বিমা ব্যবস্থাকে। 
IRDAI সাধারণ বীমা কোম্পানিগুলিকে মোটর ওন ড্যামেজ (OD) কভারের জন্য 'পে অ্যাজ ইউ ড্রাইভ', 'পে হাউ ইউ ড্রাইভ' এবং একই মালিকের একাধিক গাড়ির জন্য 'ফ্লোটার বিমা' করার অনুমতি দিয়েছে।
এর আগে যে গাড়ি বেশি চলে এবং যে গাড়ি কম চলে সব গাড়ির জন্যই বীমার প্রিমিয়াম সমান ছিল। এখন ব্যবহারের উপর ভিত্তি করে দিতে হবে বীমার প্রিমিয়াম।
আবার 'পে হাউ ইউ ড্রাইভ'-এর ক্ষেত্রে গাড়ি চালকের অভ্যাস, তাঁর নামে থাকা কেস চালানের সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারিত হবে বীমার প্রিমিয়াম।
এছাড়াও যে গ্রাহকের একের বেশি গাড়ি রয়েছে তাদেরকে একই বীমায় সব গাড়ির কভার দেওয়ার জন্য থাকবে 'ফ্লোটার বিমা', প্রতিটি গাড়ির জন্য আলাদা বীমা করানোর তুলনায় কম খরচ হবে এক্ষেত্রে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Samata Chakraborty

Related News