ভুলে ও এই অ্যাপগুলো ফোনে রাখলেই হবে বিপদ!! জানুন বিস্তারিত

banner

#Pravati Sangbad Digital Desk:

হাতে স্মার্টফোন আর তাতে অ্যাপ থাকবে না, তা আবার হয় নাকি? নতুন কোনও অ্যাপ ডাউনলোড করার আগে আমরা বেশির ভাগ ক্ষেত্রেই পড়ে নিই না সেই অ্যাপ সম্পর্কে খুঁটিনাটি তথ্য। অনামী অ্যাপ ডাউনলোড করতে গিয়ে ম্যালওয়্যার ঢুকতে পারে আপনার স্মার্টফোনে। তাই অ্যাপ ডাউনলোড করার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডিজিটাল দুনিয়ায় প্রত্যেকেই কম-বেশি স্মার্ট ফোন ব্যবহার করেন। এবং নিজেদের প্রয়োজন মতো একগুচ্ছ অ্যাপও ইনস্টল করে নিচ্ছি সকলেই। জানেন কি স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপের মধ্যেই লুকিয়ে রয়েছে বিপদ। প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপেই লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ভাইরাস যা নিমেষের মধ্যে সিস্টেমের মধ্যে ঢুকে সমস্ত গোপন তথ্য চুরি করে নিচ্ছে। বিশিষ্ট সাইবার সংস্থা কুইক হিলের পক্ষ থেকেই এমন কিছু তথ্য পাওয়া গেছে যা কিনা গুগল প্লে স্টোরে থাকে বেশ কিছু অ্যাপের মধ্যে এমন ভাইরাসের সন্ধান দিয়েছে। সেই অ্যাপগুলো হলো- 
১. ডকুমেন্ট ম্যানেজার (Document Manager)
২. কয়েন ট্র্যাক লোন- অনলাইন লোন (Coin track Loan - Online loan)
৩.কুল কলার স্ক্রিন (Cool Caller Screen)
৪. পিএসডি অথ প্রোটেক্টর (PSD Auth Protector)
৫. আরজিবি ইমোজি কিবোর্ড (RGB Emoji Keyboard)
৬. ক্যামেরা ট্রান্সলেটর প্রো (Camera Translator Pro)
৭. ফাস্ট পিডিএফ স্ক্যানার (Fast PDF Scanner)
৮. এয়ার বেলুন ওয়ালপেপার (Air Balloon Wallpaper)
৯. কালারফুল মেসেঞ্জার (Colorful Messenger)
১০. থাগ ফটো এডিটর (Thug Photo Editor)
১১. অ্যানিমে ওয়ালপেপার (Anime Wallpaper)
১২. পিস এসএমএস (Peace SMS)
১৩. হ্যাপি ফটো কোলাজ (Happy Photo Collage)
১৪. পেলেট মেসেজ (Pellet Messages)
১৫. স্মার্ট কিবোর্ড (Smart Keyboard)
১৬. ৪কে ওয়ালপেপার (4K Wallpapers)
১৭. অরিজিনাল মেসেঞ্জার (Original Messenger)
সম্প্রতি Atom Clean-Booster, Super Cleaner Alpha , Cleaner, Powerful Cleaner, Antivirus Center Security অ্যাপগুলিতে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আপনার কাছে এই অ্যাপ নামানো থাকলে অবিলম্বে ডিলিট করুন।তাই যখন তখন যে কোনও অ্যাপ ইনস্টল করবেন না। জনপ্রিয় অ্যাপ প্লে স্টোর থেকেই ডাউনলোড করুন, অন্য কোনও অ্যাপ থেকে নয়। অ্যাপকে পারমিশন অ্যাকসেস দেওয়ার আগে ভাল ভাবে খতিয়ে দেখে নিন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News