আজ থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন চলবে ১২ অগস্ট পর্যন্ত। আজ সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাদল অধিবেশনে ২৯টি বিল পেশ হতে চলেছে, তার মধ্যে ২৪টি নতুন বিল। তবে এবারের অধিবেশন প্রথম থেকেই উত্তপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ একদিকে যেমন বিরোধীদের ঝাঁঝ কমাতে সম্প্রতি সংসদ ভবনে একগুচ্ছ নতুন ফরমান জারি হয়েছে, অন্যদিকে সরকারকে প্যাঁচে ফেলতে অগ্নিপথ, মূল্যবৃদ্ধি নিয়ে এ বারের অধিবেশনে কৌশল নিতে পারে বিরোধীরা। সব মিলিয়ে বাদল অধিবেশনে একটা টানটান উত্তেজনা সৃষ্টি হতে পারে। 
এ বারের বাদল অধিবেশনে পেশ হতে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলির মধ্যে রয়েছে ‘দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব পিরিয়ডিক্যালস বিল, ২০২২’। প্রস্তাবিত বিলে প্রেস রেজিস্ট্রার জেনারেল পদ সৃষ্টি করে তার আওতায় ডিজিটাল সংবাদমাধ্যমগুলোকে আনা হবে। এর ফলে এই প্রথম দেশে ডিজিটাল সংবাদমাধ্যমকেও সরকারি নজরদারির আওতায় আনা হবে।
এছাড়াও এবারের এই অধিবেশনে ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিলসহ ছত্তিশগড় এবং তামিলনাড়ুর জন্য তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি তালিকা সংশোধন বিলও পেশ করা হবে। এর পাশাপাশি সংসদের গতবারের অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশনে আলোচনা হয়নি এমন আটটি বিল রয়েছে তাও এবারের এই বাদল অধিবেশনে পুনরায় পেশ করা হবে।
এই ছাড়াও আরও ২৮টি বিল এ বারে অধিবেশনে পেশ হতে চলেছে। এবং যে নতুন ২৪টি বিল পেশ করা হতে চলেছে তার তালিকায় আছে কফি (প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট), দ্য ডেভলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাবস, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেসন অফ গুডস (নিবন্ধন) সংশধোনের মতো বিলগুলি। এছাড়াও তালিকায় রয়েছে সুরক্ষা (সংশোধন), গুদামজাতকরণ(উন্নয়ন ও নিয়ন্ত্রণ) এবং প্রতিযোগিতা (সংশোধন) বিল।
আজ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ প্রথম দিনটি রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই কাটবে। কেননা, সোমবার অর্থাৎ অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এতে অংশ নেবেন দুই কক্ষের সাংসদরা। ভোটের ফলপ্রকাশ আগামী ২১ জুলাই। এছাড়া বাদল অধিবেশন চলাকালীন ভেঙ্কাইয়া নায়ডুর তত্ত্বাবধানে পরবর্তী দেশের উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানও বেছে নেবেন সাংসদরা। সেক্ষেত্রে ৬ অগস্ট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News