রাজ্যে সিপিএমের নতুন উদ্যোগ, আর্থিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য চালু বিকল্প পাঠশালা

banner

#Pravati Sangbad Digital Desk:

সালটা ২০১১ দীর্ঘ ৩৪ বছর শাসনের পরে গঙ্গাপারের লাল বাড়ির নতুন মালিক তখন সদ্য জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই টানা ৩৪ বছর বাম শাসনের ইতি পরে রাজ্যে। তবে বাম কর্মী সমর্থকদের অটুট মনবল। দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা একটা দশক, কিন্তু তাতেও মানুষের পাশে দাঁড়াতে বিন্দুমাত্র ঢিলেমি নয়। ক্ষমতাই ফিরতে মরিয়া সিপিএম, লক্ষ্য একটাই গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গুরুত্ব যে এখনও মানুষের কাছে কমেনি, তাও প্রমানিত হয়েছে একাধিক বার, তবে বার্ধক্য জনিত কারণে এখন আর ব্রিগেডে যাওয়া হয় না শ্বেত বর্ণ ধুতি পাঞ্জাবি পরা মানুষটার। কিন্তু তাতেও সিপিএমের বিভিন্ন প্রকল্প চোখে পড়ার মতো, দলের সুপ্রিমো অসুস্থ, তাতে কি, তার কথায় এখনও শিরোধার্য বাকিদের কাছে।
করোনা কালে একাধিকবার মানুষের পাশে দাঁড়ানোর নজির দেখা গিয়েছে আগেই, সে রেড ভলেন্টিয়ার এর ভূমিকাই রাত দুপুরে মানুষের ডাকে ছুটে যাওয়াই হোক কিংবা শ্রমজীবী ক্যান্টিন, বরাবরই মানুষের পাশে থেকেছে তারা। এবার আরও একবার নজির গড়ল বামফ্রন্ট। মহামারির জন্য বেড়েছে স্কুল ছুটের সংখ্যা, অনেকের অভিভাবকের কাজ চলে গিয়েছে, বাড়িতে মাস্টার রেখে পড়ান সম্ভব নয় অনেকেরই, এই রকম কিছু শিশুদের নিয়ে তাদের নতুন উদ্যোগ “বিকল্প পাঠশালা”। আজ সকালে যাদবপুর সিপিএম পার্টি অফিসে আনুষ্ঠানিক ভাবে এই পাঠশালার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন বিধায়ক ডঃ সুজন চক্রবর্তী। প্রথম দিনে তাকেই দেখা গিয়েছে শিক্ষকের ভূমিকাই। এদিন সুজন বাবু জানান, “ আস্তে আস্তে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এই বিকল্প পাঠশালা, সেই সাথে বিকল্প স্বাস্থ্য কেন্দ্র তৈরির কোথাও ভাবা হচ্ছে”।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News