উপরাষ্ট্রপতি নির্বাচন বারিয়ে তুলল কেন্দ্র-রাজ্য সংঘাত

banner

#Pravati Sangbad Digital Desk:

উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করল এনডিএ সরকার। প্রার্থী হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।  শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর নাম ঘোষণা করা হয়। বিজেপির এই চমক শোরগোল ফেলেছে জাতীয় রাজনীতিতে । বিজেপির সর্বদলীয় সভাপতি জেপি নাড্ডা শনিবার সন্ধ্যায় নাম ঘোষণা করেন। অন্যদিকে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির ডাকা বৈঠকে  অংশগ্রহণ করবেন না। বৈঠকে তৃণমূলের না থাকার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। রবিবার বিকেল তিনটের সময় শরদ পাওয়ারের বাড়িতে হবে বৈঠক। দিল্লিতে উপস্থিত থাকলেও বৈঠকে অংশগ্রহণ করবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে দল থেকে কোন স্পষ্ট নির্দেশ না আশায় বৈঠকে অংশগ্রহণ করবেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিন অংশ্গ্রহন না করায় প্রশ্ন উঠছে প্রার্থী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড অফ কি? তা নিয়ে মুখ খুলতে চান না তৃনমূল নেতৃত্ব। আপাতত অপেক্ষায় একুশে জুলাই এর জন্য। সেই দিনই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডাকা হবে বৈঠক। সেই বৈঠকের উপস্থিত থাকবেন রাজ্যসভা এবং লোকসভার সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে  উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড আপ।
এনডিএ শিবির পশ্চিমবঙ্গের রাজ্যপাল  জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করলেও বিরোধী জোট উপরাষ্ট্রপতি পদের জন্য কার নাম ঘোষণা করছেন সেটাই এখন নজরে। এইমত অবস্থায় বিরোধীর  ডাকা বৈঠকে তৃণমূলের উপস্থিতি না থাকায় জল্পনা অব্যাহত।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেছেন এনডিএ সরকার। অন্যদিকে বিরোধী জোট নাম ঘোষণা করেছেন যশবন্ত সিনহার। দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি আগে বিজেপি জানাতো আদিবাসী মহিলা প্রার্থী ঘোষণা করবে তাহলে তাকে বিবেচনা করে দেখা যেত এবং সমর্থন করা যেত। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান বাড়িয়ে তুলেছে উদ্বেগ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : অর্জুন দাস

Related News