#Pravati Sangbad Digital Desk:
রাজ্যে তীব্র গরমের হাত থেকে একটু হলেও রেহাই মিলেছে, দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে বেশ কিছু জেলাতেই দেখা নেই বৃষ্টির। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই, রীতিমতো বন্যার চেহারা নিয়েছে একাধিক নদী। ফুলে ফেপে উঠেছে তিস্তা, রায়ডাকের মতো নদী গুলিও। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৩ দিনের মধ্যে আবার বৃষ্টি হতে পারে উত্তরের জেলা গুলিতে। সেই সাথে দক্ষিণের হাওড়া, কোলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এদিন রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে ছিল, যার ফলে খানিকটা স্বস্তি মিললেও ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি মিলবে না এখনি। মেঘলা আবহাওয়ার দেখা মিলবে সর্বত্র, যার ফলে বাড়বে গরম। তবে ১৯শে জুলাই থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।