শিক্ষার মানুন্নয়নে তৈরি হবে ক্লাব, কেন্দ্রের নীতির সঙ্গে এক মত রাজ্যের

banner

#Pravati Sangbad Digital Desk:

বরাবরই কেন্দ্র রাজ্য সংঘাত লেগেই রয়েছে বিভিন্ন ইস্যুতে, সে আর্থিক দিক দিয়েই হোক কিংবা অন্য কোনো দিকে, তবে এবার কেন্দ্রের নীতিতে সম্মতি দিল রাজ্য সরকার। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষার মান যাচাই করতে চাই কেন্দ্র, সেই অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর হবে মান দণ্ডের পরীক্ষাও ভালো ফল করলে মিলবে পুরস্কারও, কেন্দ্রের এই নীতিতেই সম্মতি দিয়েছে রাজ্য। শুধু সরকারি নয়, বেসরকারি বা সরকার পোষিত স্কুল কলেজ গুলির শিক্ষার মান যাচাই করবে কেন্দ্র। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনে বুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এই মান যাচাইয়ের কাজ করবে বলে জানা গিয়েছে। রাজ্যের ৩৫টি সরকারি এবং ৪৬৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করবে বিআইএস। অনেকে আবার মনে করছেন রাজ্যের ভাড়ার বর্তমানে শুন্য তাই কেন্দ্রকে চটাতে রাজি নয় রাজ্য সরকার, অন্যদিকে আবার বহু অর্থ পাওনাও রয়েছে কেন্দ্রের কাছে।
সেই সাথে গড়ে তোলা হবে স্ট্যান্ডার্ড ক্লাব, তারাই এই পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকবে, সেই সাথে পঠন পাঠনের মানুন্নয়ন ঘটাবে এই ক্লাব। সেক্ষেত্রে স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠান যেমন শিক্ষক দিবস, বার্ষিক অনুষ্ঠান এর টাকা মিলবে বিআইএসের তরফ থেকেই, কিন্তু বছরে মোট ৩টি অনুষ্ঠান করতে পারবে প্রতিটি ক্লাব, সেক্ষেত্রে অনুষ্ঠানের এক সপ্তাহ আগে স্থানীয় বিআইএস অফিসে অনুষ্ঠানের যাবতীয় তথ্য জমা করতে হবে ভিডিও ফুটেজ সহ, পুরো কর্মসূচির মেন্টর হিসাবে থাকবেন অধ্যাপকরা, ইতিমধ্যেই মেন্টর বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতেও বলা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও জাতীয় শিক্ষা নীতি নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যের বিবাদ নতুন নয়, সরকারি স্কুলের মিডডে মিলের প্রায় ৬০ শতাংশ খরচ বহন করে কেন্দ্র তবে রাজ্যের দাবি অংশের পরিমাণ বাড়াতে হবে কেন্দ্রকে, উল্লেখ্য প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের আর্থিক অবস্থা তথৈবচ, তাই কেন্দ্রের বিরোধিতা মনে নিজের বিপদ বাড়ানো বলে মনে করছেন অনেকেই।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News