মহারাজা তোমারে সেলাম!! শুভ জন্মদিন মহারাজ

banner

#Pravati Sangbad Digital Desk:

আজ ৮-ই জুলাই এক আবেগের জন্মদিন, হ্যাঁ! সেই আবেগের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। জীবনের লর্ডসে হাফ সেঞ্চুরি করলো মহারাজ। ভারতীয় ক্রিকেটকে বিদেশের মাটিতে যে প্রতিপক্ষের চোখে চোখ রাখতে শিখিয়েছে, হ্যাঁ! আজ সেই স্পর্ধার জন্মদিন। তবে ছোট থেকে ক্রিকেটের প্রতি খুব একটা ঝোঁক ছিল না মহারাজের, খেলতে ভালবাসতেন ফুটবল, সেই দিক থেকে মোড় ঘুরে ক্রিকেটে আগমন।  জীবনের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অভিষেক ঘটেছিল ১৯৯২ সালে মাত্র ১৯ বছর বয়সে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ম্যাচে, যদিও তার পরে খুব একটা সহজ ছিল না বেহালার ছেলেটার জীবন, বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে, কিন্তু থেমে থাকেনি কখনও আবার ফিরে আসে ১৯৯৬ সালে লন্ডনের বিরুদ্ধে টেস্টের ময়দানে। তারপর একের পর এক ম্যাচ উইনার, অবশেষে মাথায় অধিনায়কত্বের পালক। আন্তর্জাতিক জীবনে টেস্টের সংখ্যা ১১৩, সেই সাথে ওডিআই ৩১১টি, সেই সাথে প্রথম সারির ম্যাচ খেলেছেন ২৪২টি। ২০০০ এর শুরুর দিকে গাঙ্গুলি আর শচীন বা গাঙ্গুলি দ্রাবিড়ের পার্টনারশিপ বরাবরই সেরার তালিকায় থেকেছে,থাকবে। তবে রাজার জীবনেও দুর্দিন ফিরে ফিরে এসেছে বারবার, অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ,শিকার হয়েছেন পক্ষপাতের। অবশেষে ২০০৮ সালে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ কিন্তু ময়দান থেকে সরে দাঁড়ালেও ময়দান তাকে ভুলে থাকেনি কোন দিনই, আজ তার হাতেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। একদিন ষড়যন্ত্রের স্বীকার হওয়া নম্র ছেলেটি আজ বিসিসিআই এর সভাপতি। অন্যরা যতই তাকে ফাঁদে ফেলেছে ততই নিজের লক্ষ্য দৃঢ় করেছেন মহারাজ, তবে বাঙালি বরাবরই দাদা বলতে পাগল। সেই ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঘরে ফেরা, কিন্তু তার ১৪ বছর পরে দাঁড়িয়েও ৩৫টি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, না! এ শুধু সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রেই সম্ভব। তবে এই বছরের জন্মদিনটা কাটিয়েছেন রাজকীয় ভাবেই, লন্ডনে, সাথে ছিলেন স্ত্রী কন্যা, সেই সাথে উপস্থিত ছিলেন ক্রিকেটের আরও এক ভগবান শচীন তেণ্ডুলকর। লন্ডনের রাস্তায় প্রাণ খুলে নাচতেও দেখা গিয়েছে বিসিসিআই সভাপতিকে। যে লর্ডসে একদিন জামা খুলে উড়িয়েছিলেন সৌরভ গাঙ্গুলি এদিন সেই ব্যালকনিতেও যান তিনি, হয়তো জীবনের সেই মুহূর্তটাকে আরও একবার উপভোগ করতে চাইছিলেন তিনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News