#Pravati Sangbad Digital Desk:
ইংল্যান্ডের সাথে ৫ টি টেস্ট সিরিজ ড্র করার পরে বৃহস্পতিবার টিম ইন্ডিয়া টি-২০-র প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সাউদাম্পটনে। রহিত শর্মার অধিনায়কত্বে টসে জিতে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ৫টি চারের সাহায্যে ২৪ রানের মইন আলির বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর ঈশান কিষান ৮(১০) রানে আউট হলে দীপক হুদা ও সুর্যকুমার যাদব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দলকে টেনে নিয়ে যেতে থাকে দলের ৮৯ রানের মাথায় হুদা ব্যাক্তিগত ৩৩(১৭) রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর হার্দিক পাণ্ড্য মাঠে ব্যাটিং ঝড় তোলে। ৩৩ বলে ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫১ রান করেন হার্দিক। অন্যদিকে সুর্যকুমার যাদব ৩৯ রানের একটি ঝরো সংক্ষিপ্ত ইনিংস খেলেন। ২০ ওভারের শেষে ভারত ৮ উইকেট হারিয়ে ১৯৮ রানের বিশাল স্কোর ইংল্যান্ডের সামনে খাড়া করে।
জবাবে প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমার বাটলারকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কাটা দেয়। এরপর নির্ধারিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে। মাঝে হ্যারি ব্রুক ও মইন আলি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও চাহাল ব্রুককে ফিরিয়ে সেই আশায় জল ঢেলে দেন। ব্যাট হাতে অর্ধশতক করার পরে, বল হাতেও অসাধারণ প্রদর্শনী করেন পাণ্ড্য। হার্দিকের দুরন্ত স্পেলে ৩৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। ১৯.৩ ওভারে ১৪৮ রানে ইংল্যাণ্ডের ইনিংস শেষ হয়। ভারত ৫০ রানের বিশাল ব্যাবধানে জয় পায়। এদিনের জয়ের ফলে প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩টি ম্যাচ জিতে রেকর্ড করলেন রহিত। উল্লেখ্য, কোভিড আক্রান্ত হওয়ার কারনে, শেষ টেস্ট ম্যাচটি খেলেননি রহিত। আগামী শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-২০ জিততে পারলেই ভারত ৩টি টি ২০ সিরিজ জয় করে নিতে পারবে।