Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এবার থেকে বৃষ্টির মধ্যেও ব্যাবহার করতে পারবেন ফোন, অ্যাপেল সংস্থা আনতে চলেছে নতুন ফিচার

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

আইফোন, জন্ম লগ্ন থেকেই স্মার্ট ফোন প্রেমীদের কাছে অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি ফোন। অ্যাপেল কোম্পানির ফোন সাধারণ ভাবে কোন দিনই আম জনতার সাধ্যের মধ্যে ছিল না, বরাবরই তার দাম অন্যান্য স্মার্ট ফোন নির্মাতা কোম্পানি গুলির থেকে অনেকটাই বেশি, কিন্তু তাতেও বাজারে বেশ ভালোই বিকিকিনি হয় আইফোনের বিভিন্ন মডেল। যদিও ফোনের দামের সাথে সামঞ্জস্য রেখে আইফোন নির্মাতারা তাদের ফোনের মধ্যে প্রথম থেকেই অত্যাধুনিক ফিচার দিয়ে এসেছে, যা অন্যান্য স্মার্ট ফোন গুলির মধ্যে অনেকাংশেই দেখা মেলে না।

সম্প্রতি শোনা যাচ্ছে অ্যাপেল কোম্পানি নিয়ে আসতে চলেছে আরও এক দুর্দান্ত ফিচার, বৃষ্টির মধ্যেই অনায়াসে আইফোন ব্যাবহার করতে পারবেন ইউজাররা। তবে বর্তমানে অনেক ফোন নির্মাতাই ওয়াটার প্রোটেকশন ফিচার নিয়ে এসেছে তাদের ফোনে, কিন্তু হালকা বৃষ্টিতেই ফোনের ডিসপ্লে কাজ করা বন্ধ করে দেয়, অনেক সময় আবার ফোন খারাপ হয়েও পরে তখন আবার বিভিন্ন রকম ঝক্কি ঝামেলা। শোনা যাচ্ছে আইফোন তার নতুন ফোন গুলিতে আনতে চলেছে ওয়েট মোড, যার মধ্যে থাকবে টাচ সেনসিটিভিটি সেনসর, যার সাহায্যেই বৃষ্টির মধ্যেও আইফোনের ব্যাবহারকারিরা চালাতে পারবেন মোবাইল। সেই সাথে আরও জানা গিয়েছে অ্যাপেল ওয়াচ ৮ এ থাকবে এমন একটি সেনসর যা ব্যাবহারকারির গায়ের তাপমাত্রাও বলে দিতে সক্ষম, জ্বর আসলে জানান দেবে ব্যাবহারকারিকে। আশা করা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকেই অ্যাপেল তার স্মার্ট ফোনে এই নতুন ফিচার অ্যাড করতে পারে, যা অ্যাপেলের গ্রাহক সংখ্যাকে অনেকটাই বাড়িয়ে তুলবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News