রেল স্টেশনে স্লিপিং পড, ৫ তারা হোটেলে মতো সুবিধা

banner

#Pravati Sangbad Digital Desk:

ভারতে যোগাযোগের অন্যতম মাধ্যম হল ট্রেন, প্রতিদিন অগণিত মানুষ রেলের পরিষেবা গ্রহণ করে, অন্যান্য সব গণপরিবহণ গুলির থেকে ট্রেনে যাতায়াতের খরচ অত্যন্ত কম এবং আরাম দায়ক। বিগত কয়েক দশকের ইতিহাসে রেলের বিকল্প এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, ঠিক সেই কারনেই ভারতীয় রেল নানা ভাবে যাত্রীদের সুবিধার্থে প্রতিবছরই রেলের উন্নয়ন করে চলেছে, বর্তমানে ভারতীয় রেলের কাছে কয়েক শো প্রিমিয়াম ট্রেন রয়েছে, যা অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই আরাম দায়ক। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভারতীয় রেল আরও এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটারে কত গুলি ছবি পোস্ট করেছেন, যা স্লিপিং পড বা ক্যাপস্যুল নামে পরিচিত। যদিও এর আগে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে স্লিপিং পডের দেখা মিলেছিল, আর এবার দেখা মিলল মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল রেলওয়ে স্টেশনে।
স্লিপিং পড সাধারণত নিত্য যাত্রী কিংবা যারা কোন কাজের সূত্রে বাইরে থেকে এসেছেন, তাদের কথা মাথায় রেখেই খোলা হয়েছে, যাতে ষ্টেশন থেকে বেরিয়ে হোটেল খোঁজার সমস্যা থাকবে না, অন্যদিকে রেলওয়ে ফাস্ট ক্লাস ওয়েটিং রুমের থেকে এর ভাড়া অনেকটাই কম। অত্যন্ত আরাম দায়ক এই স্লিপিং পডে থাকবে এয়ার কন্ডিশন বেডরুম, ফোন চারজিং এর সুবিধা, লকার রুম, নিজস্ব বাথরুম এছাড়া আরও অনেক কিছু। পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে জানা গিয়েছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি স্টেশনে এই রকম ৪০টি ক্যাপস্যুল রুম বা স্লিপিং পড থাকছে, যার মধ্যে ৩০টি সিঙ্গেল, ৬টি ডবল, ৪টি ফ্রামিলি পড। সেই সাথে স্লিপিং পড আগে থেকে বুক করারও সুবিধা দিয়েছে রেলওয়ে, অনলাইন কিংবা অফলাইন দুই মাধ্যমেই বুক করা যাবে এই স্লিপিং পড। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News