Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আইফোন গ্রাহকদের জন্য দারুণ অফার,১৫ হাজার টাকা ছাড় iPhone 13 Pro-তে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

আইফোন গ্রাহকদের জন্য দারুণ অফার,১৫ হাজার টাকা ছাড় iPhone 13 Pro-তে
সেরা আইফোন ডিলের জন্য অপেক্ষার অবসান। Amazon-এ পাওয়া যাচ্ছে সপ্তাহ শেষের ডিলে iPhone 13 Pro-তে ১৫০০০ টাকা পর্যন্ত ছাড়। যার মধ্যে রয়েছে এমআরপি,ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ বোনাস।
তাড়াতাড়ি জেনে নিন,ফোনের দামসহ বিশেষত্ব। 
Apple iPhone 13 Pro (128 GB):-
Alpine Green
ফোনে রয়েছে চারটি ভ্যারিয়েন্ট- 128GB, 256GB ও 512GB ও 1TB।
আগে এই ফোনের কালার অপশনে ছিল কালো,সাদা,গোলাপী, লাল ও নীল। তবে এবছর লঞ্চ করা হয়েছে সবুজ রঙ (Alpine Green)। পরবর্তীকালে এই ফোন মোট ৬টি রঙে পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে 12MP টেলিফটো ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা। যা দিয়ে ক্লোজআপ ছবি তোলা যায়। 
এবং একটি 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরাও দেওয়া হয়েছ। যা ভালো ছবি তুলতে সক্ষম। আবার ক্যামেরায় রয়েছে একটি সিনেমাটিক মোড,যা ছবিতে ডেপথ অফ ফিল্ড নিয়ে আসে ও স্বয়ংক্রিয়ভাবে ফোকাস ফটোতে চলে যায়।
ফোনটিতে LiDAR Scanner এর পাশাপাশি রয়েছে 6x অপটিক্যাল জুম। রয়েছে নাইট মোড ও 4K ডলবি ভিশন HDR ভিডিও তৈরির বৈশিষ্ট্যসহ একটি 12MP True Depth সেলফি ক্যামেরা।
এর স্ক্রিন সাইজ 6.1 ইঞ্চি। প্রো মোশন প্রযুক্তি সহ একটি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে,যা ফোনকে প্রতিক্রিয়াশীল করতে সাহায্য করে।
আরও পাবেন লেটেস্ট A15 Bionic চিপ।সম্পূর্ণ চার্জে ফোনের ব্যাটারির স্থায়ীত্ব 22 ঘণ্টা পর্যন্ত।রয়েছে একটি ডবল ডিজাইনের সেরামিক শিল্ড।যা খুব শক্তিশালী করে তোলে একে।
এ ছাড়াও iPhone 13 Pro ফোনটি পেয়েছে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট ও IP68 ওয়াটার রেজিস্ট্যান্স।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি লাইফস্টাইল
Related News