Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কলকাতায় পরীক্ষামূলকভাবে কাজ শুরু ৫ জির

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Kolkata:

গত বৃহস্পতিবার প্রথম পূর্ব ভারতে ফাইভ-জি চালু করার জন্য পরীক্ষামূলক ভাবে কাজ চালাল এয়ারটেল টেলিকম সংস্থা। এয়ারটেল তাদের সহযোগী যন্ত্রাংশ নির্মাতা নোকিয়ার সাথে মিলে কলকাতার  একাধিক অঞ্চলকে বেছে নিয়েছিল যোগাযোগ পরীক্ষা করার জন্য। । দেশে প্রথম 700 মেগাহার্জ ব্যান্ডের স্পেকট্রামে ফাইভ-জি সংযোগ দেওয়া বিষয়টি যাচাই করা হলো। এয়ারটেলের পাওয়া ফাইভ-জি  স্পেকট্রাম এ যে চারটি শহর চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে ছিল কলকাতা। এছাড়াও কেন্দ্রীয় দফতর থেকে স্পেক্ট্রাম পেয়েছে আইডিয়া, ভোডাফোন ,রিলায়েন্স জিও, এমটিএন এল। এয়ারটেলের এই পরীক্ষা মূলক কাজের পরে তারা সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট দেবে কেন্দ্রীয় টেলিকম দফতরে। অর্থাৎ তাদের তৈরি করা যন্ত্র, প্রযুক্তি, সফটওয়্যার কতটা দ্রুতগতিতে বাধাহীনভাবে নতুন সংযোগ দিতে পারছে, যোগাযোগব্যবস্থার কতটা উন্নতি ঘটছে এবং কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে এইসব নিয়েই তৈরি হবে রিপোর্ট।


অনেক আগেই ভারতী এয়ারটেলের সাথে টাটা গ্রুপের সংযোগ হয়েছিল দেশে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করার জন্য। কেন্দ্রীয় টেলিকম দপ্তর থেকে ফাইভ-জি নেটওয়ার্ক চালু করার সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল এবং তার জন্য সর্বপ্রথম কাজ শুরু করে দিয়েছিল এয়ারটেল। টাটা কনসালটেন্সি সার্ভিসের থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম যন্ত্রাংশ উপকৃত হয়েছে এয়ারটেল এ কথা জানা গেছে।


টাটা গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল এই 5 জি পরিষেবা হবে আন্তর্জাতিক মানের এবং মেড ইন ইন্ডিয়া। ওয়ান অ্যালায়েন্স এর জন্য যেসব গুণগত মান বজায় রাখা হয় 5 জি পরিষেবা চালু করার জন্য সেই মান  বজায় রাখা হবে। এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম মার্কেট হলো ভারত। ফাইভ-জি চালু হলে ভারতের জন্য রফতানির সুযোগ আসবে অনেক। এছাড়াও এয়ারটেল সংযোগ এর বিস্তৃতি বাণিজ্যিক ভাবে প্রমানিত সফলভাবে।


2 জি 3 জি 4 জি এই সব পেরিয়ে বর্তমানে 5 জি টেলিকম পরিষেবা তে পৌঁছেছে চর্চা। রিপোর্ট অনুযায়ী 4 জি তুলনায় ১০ গুণ দ্রুত হারে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেবে ফাইভ-জি। উল্লেখযোগ্য ভাবে বিভিন্ন গ্রামীণ এলাকাতেও অপটিক্যাল ফাইবার ছাড়াই ওয়ারলেস কানেকশনের দ্বারা দ্রুতগতিতে নেট পরিষেবা পৌঁছে যাবে।


ইরাকি এয়ারটেল এর বাছাই করা চারটি শহরের মধ্যে হায়দ্রাবাদে সফলভাবে 5 জি পরিষেবা চালু করে এয়ারটেল। মুকেশ আম্বানির রিলায়েন্স জিও কে পিছনে ফেলে দেশে সর্বপ্রথম ফাইভ-জি সার্ভিস চালু করে ভারতী এয়ারটেল। এয়ারটেল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল তারা নিজেদের এগজিস্ট্রিং লিবারলাইজড স্পেক্ট্রাম নেটওয়ার্ক প্রযুক্তির তারা ১৮০০মেগাহার্টজ ব্যান্ড এই কাজ করেছে।

ফাইভ-জি পরিষেবা চালু হলে যোগাযোগের মাধ্যম হবে আরও দ্রুত এবং মসৃণ এমনটাই ধারণা টেলিকম সংস্থার। সামনের বছর জানুয়ারির মধ্যে ফাইভ জি সম্পূর্ণভাবে চালু করে দিতে পারবে বলে ভেবেছিলো এয়ারটেল টেলিকম সংস্থা গত জানুয়ারিতে। তবে এখন ভারতের সমস্ত জায়গায় কবে 5 জি পরিষেবা সম্পূর্ণরূপে চালু হবে তা নিয়ে রয়েছে সংশয়। এই দিন কলকাতায় পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালু করার জন্য যে পরীক্ষা চালায় এয়ারটেল তাতে তাদের রিপোর্ট সফল এমনটাই জানা যায় তাদের পক্ষ থেকে। তবে ফাইভ-জি কবে চালু হবে শহরে তা এখনো স্পষ্ট নয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি রাজ্য
Related News