মহানগরে বাড়লো মুরগির মাংস এবং ডিমের দাম

banner

#Pravati Sangbad Digital Desk:

ডাল, সবজি ও তেলের দাম তো অনেকদিন আগেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। এবার আম বাঙালির কপালে চিকেনের দামও রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে কারণ কলকাতায় ফের মুরগির মাংস ও মুরগির ডিমের দাম বাড়ল। আজ কলকাতার খুচরো বাজারে কাটা মুরগির মাংসের কেজি ২৬০ থেকে ২৭০ টাকা। ডিমের দামও সাড়ে ৬ টাকা ছুঁয়েছে। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় এতটা চড়া দর। কলকাতার পাইকারি বাজারেও আজ গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে। এখনো পর্যন্ত কলকাতার বাজারগুলিতে কাটা মুরগির মাংসের দাম ৩০০ টাকা না ছুঁলেও যত দিন যাচ্ছে সে সম্ভবনা বাড়ছে। ইতিমধ্যে কাটা মুরগি কিনতে হলে কলকাতাবাসীকে পকেট থেকে খসাতে সাথে হচ্ছে কমপক্ষে ২৬০ থেকে ২৭০ টাকা।
বিক্রেতাদের দাবি, জোগান কম থাকায় এতটা চড়া দর। কলকাতার পাইকারি বাজারেও আজ গোটা মুরগি বিক্রি হয়েছে ১৪৯ টাকা দরে। দেশে জ্বালানির দাম ভয়ঙ্কর। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হাজার ছাড়িয়েছে। এই অবস্থায় পাইকারি বাজারে মুরগির দামও উত্তুঙ্গ। সবজিরও চড়া দাম। এই পরিস্থিতিতে ক্রেতাদের একটাই প্রশ্ন, দাম কমবে কবে? কবে একটু স্বস্তি দেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম?
তবে জানা গিয়েছে, তীব্র দাবদাহে দক্ষিণবঙ্গের বসিরহাট, আরামবাগ,বারুইপুর-সহ বিভিন্ন জায়গার হ্যাচারিতে প্রজনন এবং উত্‍পাদন ব্যাপক হারে কমে গিয়েছে। তাই সরবরাহ হচ্ছেও কম। সুতরাং জোগান কম থাকায় মুরগির মাংস এবং ডিমের দাম বেড়ে গিয়েছে। শুক্রবার ডিমের দাম বাড়ল ১ টাকা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News