অবশেষে তেলের বাজারদর কমছে তেলের!

banner

#Pravati Sangbad digital Desk:

অবশেষে বাজারের ফর্দে জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী খাবার তেলের দাম কমাল তেলের কোম্পানিগুলি। প্রতি লিটারে ২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে দাম। 

     বিশ্ববাজারে রান্নার তেলের দাম কমেছিল আগেই। তাই কেন্দ্রের কাছে এই নিয়ে দাবি জানিয়ে আসছিল বিভিন্ন উপভোক্তাদের সংগঠন। সেই দাবি মেনে বিশ্বব্যাপী দামের পতনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম কমানোর কথা বলে কেন্দ্র। শিল্প সংস্থা এসইএ-কে দাম কমানোর নির্দেশ দেয় সরকার। রাতারাতি যার ফল পাওয়া গেল হাতেনাতে।

Oil Price Down: দাম কমিয়েছে কোন কোন কোম্পানি ?

     বৃহস্পতিবার, মাদার ডেইরি তার ধারা ব্র্যান্ডের ভোজ্য তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) প্রতি লিটারে 15-20 টাকা কমিয়েছে। ফরচুন তেলের নির্মাতা আদানি উইলমারও এপ্রিলে তার সয়াবিন তেলের (এক লিটার পাউচ) দাম 145 টাকা থেকে কমিয়ে 140 টাকা করেছে।

   পিটিআই-এর প্রতিবেদন অনুসারে, খাদ্য সচিব সঞ্জীব চোপড়া ভোজ্য তেল শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SEA) কে বিশ্বব্যাপী পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমার কারণে রান্নার তেলের দাম গ্রাসের নির্দেশ দেন। তবে এখানেই থেমে থাকেনি সরকারি হস্তক্ষেপ। গত তিন মাসে কোম্পানিগুলি সর্বোচ্চ খুচরো দাম কতটা কমিয়েছে তাও জানতে চেয়েছে খাদ্যমন্ত্রক।


বৃহস্পতিবার এক বিবৃতিতে মাদার ডেইরি বলেছে, কম দামের সঙ্গে নতুন স্টক আগামী সপ্তাহে বাজারে আসবে। "ধারা ভোজ্য তেলের এমআরপি তাত্‍ক্ষণিকভাবে বিভিন্ন ভেরিয়েন্টে প্রতি লিটারে 15-20 টাকা কমানো হচ্ছে। এই হ্রাস মূলত সয়াবিন তেল, রাইস-ব্র্যান অয়েল, সূর্যমুখী তেল এবং চিনাবাদাম তেলের মতো ভেরিয়েন্টে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও দেশীয় ফসলের সহজলভ্যতার কারণে এই দাম কমাচ্ছে মাদার ডেয়ারি।

   Cooking Oil Price: কত টাকায় কোন তেল ?

রিপোর্ট বলছে, ধারা পরিশোধিত সয়াবিন তেলের এক লিটার প্যাকের এমআরপি 170 টাকা থেকে কমিয়ে 150 টাকা করা হয়েছে। যেখানে ধারা রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল এখন 190 টাকার পরিবর্তে 170 টাকা প্রতি লিটার এমআরপিতে বিক্রি হবে। ধারা পরিশোধিত সূর্যমুখীর এমআরপি তেল প্রতি লিটার 175 টাকা থেকে 160 টাকায় সংশোধন করা হয়েছে এবং ধারা চিনাবাদাম তেলের এমআরপি প্রতি লিটার 255 টাকা থেকে কমিয়ে 240 টাকা করা হয়েছে।

পাশাপাশি আদানি উইলমার তার ফরচুন সয়াবিন তেলের 1 লিটার পাউচের দাম এপ্রিল মাসে 145 টাকা থেকে 140 টাকা কমিয়েছে। বছরের শুরুতে 170 টাকার তুলনায় দাম 30 টাকা কম।

    পাশাপাশি আদানি উইলমার তার ফরচুন সয়াবিন তেলের 1 লিটার পাউচের দাম এপ্রিল মাসে 145 টাকা থেকে 140 টাকা কমিয়েছে। বছরের শুরুতে 170 টাকার তুলনায় দাম 30 টাকা কম।

এই দাম কমানোর বিষয়ে আদানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ম্যানেজিং ডিরেক্টর অঙ্গশু মল্লিক জানিয়েছেন, জানুয়ারীতে সূর্যমুখী তেলের দাম 159 টাকা থেকে 135 টাকায় বিক্রি হয়েছে, যেখানে সরষের দাম জানুয়ারিতে 175 টাকা থেকে 152 টাকায় কমিয়ে আনা হয়েছে। রিপোর্ট অনুসারে, হায়দ্রাবাদ-ভিত্তিক জেমিনি এডিবল অ্যান্ড ফ্যাটস ইন্ডিয়া লিমিটেড, যেটি জেমিনি ব্র্যান্ডের মালিক, তারাও প্রতি লিটারে 10 টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Related News