Flash news
    No Flash News Today..!!
Sunday, May 12, 2024

ফের উর্ধমুখী এল পি জি

banner

#Pravati Sangbad Digital Desk:

ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট মিটতেই সাধারণের নাভিশ্বাস বাড়িয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাতে গৃহস্থের হেঁশেলের রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্র। ১৪.২ কোজির সিলিন্ডারে ৫০ টাকা দাম বাড়ল। ফলে কলকাতায় এলপিজি সিলিন্ডার কিনতে এখন থেকে খসবে ১১২৯ টাকা। ধাপে ধাপে বেড়েছে রান্নার গ্যাসের দাম। কখনও ডোমেস্টিক তো কখনও কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে। শেষ বার ডোমেস্টিক সিলিন্ডারের দাম বেড়ে ছিল গত বছরের ৬ ই জুলাই। চলতি বছরের নয়া বাজেটে কেন্দ্র সরকার আয়কর ছাড়ের পাশাপাশি বর্ধিত পেট্রোল- ডিজেল ও রান্নার গ্যাসে ভর্তুকি ঘোষণা করছে কিনা তা নিয়ে বিস্তর কৌতূহল ছিল। আয়কর ছাড়ে ঊর্ধ্বসীমা বাড়ানো হলেও বাজেট ঘোষণায় জ্বালানি দাম নিয়ে কোন উচ্চবাচ্চা করেননি কেন্দ্র সরকার। যা নিয়ে বেশ হতাশ হতে হয়েছিল মধ্যবিত্তকে। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দামও মার্চ থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। প্রসঙ্গত, কলকাতায় রান্নার গ্যাসের দাম ছিল ১০৭৯ টাকা, আজ থেকে বেড়ে হল ১১২৯। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের মূল্য ছিল ১৮৭০ টাকা, আজ থেকে নতুন দাম হল ২২২১ টাকা ৫০ পয়সা। প্রত্যেক পরিবারের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। ১২টির পরে গ্যাস সিলিন্ডার বাজারমূল্য অনুযায়ীই কিনতে হয়। তবে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণ মানুষের কথা ভাবে না বিজেপি। তিন রাজ্যের ভোট মিটতেই দাম বাড়িয়েছে কেন্দ্র। এমনটাই তোপ তৃণমূলের। জ্বালানির দাম সরকারের হাতে নেই। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল ভারত। পাল্টা বক্তব্য দিলীপের। খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেহারে বেড়ে চলেছে তাতেই ঘুম উড়েছ মধ্য়বিত্ত ও নিন্মবিত্ত পরিবারের। তবে যেহারে গ্যাসের দাম বেড়েছে তাতে পকেটে কোপ পড়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Tags:

Related News