#Pravati Sangbad digital Desk:
ফের শক্তি প্রদর্শন করলো জিন পিং বাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে ঢুকে পড়ল ২৯টি যুদ্ধবিমান। তবে এইবার পাল্টা বেশ কয়েকটি ফাইটার জেট পাঠিয়ে দেয় তাইওয়ান সরকার। উল্লেখ্য, রবিবার চিনা সরকার অত্যাধুনিক মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে। সূত্রের খবর অনুযায়ী, ২৯টি বিমানের মধ্যে ১৭টি ফাইটার জেট, ৬টি এইচ-৬ বোমারু, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, একটি সাবমেরিন ধ্বংসের বিমান এবং একটি ট্যাংকার বিমান ছিল। উৎক্ষেপণের পরে লালফৌজের শক্তি প্রদর্শন দেখে বিশ্বে জল্পনা তুঙ্গে।