ইউক্রেনের
উত্তর সুমি অঞ্চলের একটি
রেল স্টেশনে ড্রোন হামলা চালাল রুশ সেনা। ঘটনায়
এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর
খবর পাওয়া গিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, "তারা যে সাধারণ নাগরিকের উপর হামলা চালাচ্ছে, তা অজানা নয় রাশিয়ার। এটা সন্ত্রাসী হামলা। বিশ্ব এটা এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকদিন সাধারণ মানুষের জীবন নিচ্ছে রাশিয়া। আমরা ইউরোপ, আমেরিকার কড়া বিবৃতি শুনেছি। এখন সেটার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। শুধু মুখে বললে হবে না, কড়া পদক্ষেপ দরকার।"
ট্রাম্পের বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান কি
তিন
বছরেরও বেশি সময় ধরে
যুদ্ধ জারি রয়েছে রাশিয়া
ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে
চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। এই
অবস্থায় শোনা যাচ্ছে, ট্রাম্পের
সঙ্গে ফের দেখা করতে
চলেছেন জেলেনস্কি। তাঁর দাবি, ইউক্রেনের
জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার উপর
নিষেধাজ্ঞার জারির বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতির
পথে না হাঁটে সেক্ষেত্রে
তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি
করা হোক। মৃত্যুপুরী গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে
রাশিয়ার
সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় বিরক্ত জেলেনস্কি। মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চ যাতে কড়া
পদক্ষেপ করে, সেই আবেদন
জানান তিনি। ‘বর্বরোচিত’ এই হামলাকে সন্ত্রাসবাদী
হামলা বলেও মন্তব্য করেন
তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “তারা যে সাধারণ
নাগরিকের উপর হামলা চালাচ্ছে,
তা অজানা নয় রাশিয়ার। এটা
সন্ত্রাসী হামলা। বিশ্ব এটা এড়িয়ে যেতে
পারে না। প্রত্যেকদিন সাধারণ
মানুষের জীবন নিচ্ছে রাশিয়া।
আমরা ইউরোপ, আমেরিকার কড়া বিবৃতি শুনেছি।
এখন সেটার বাস্তব রূপ দেওয়ার সময়
এসেছে। শুধু মুখে বললে
হবে না, কড়া পদক্ষেপ
দরকার।” প্রতিরক্ষা বলয়ে প্রবেশ করলো ২৯টি চিনা যুদ্ধবিমান
সূত্রের
খবর, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের
উপর আছড়ে পড়ে একাধিক ড্রোন।
তারপরই আগুন ধরে যায়
গোটা ট্রেনে। সেই সময় ওই
ট্রেনের ভিতর উপস্থিত ছিলেন
বহু মানুষ। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়
অনেকের। শুধু তাই নয়,
রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেশনটিও। এই সম্পর্কিত একটি
ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট
করেন জেলেনস্কি। যেখানে দেখা যাচ্ছে, প্রায়
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্রেনটি। কালো ধোঁয়ায় ঢেকে
গিয়েছে গোটা এলাকা। চারদিকে
দাউ দাউ করে জ্বলছে
আগুন। জেলেনস্কি বলেন, “রেলস্টেশনে রাশিয়ার এই হামলা অত্যন্ত
নিন্দাজনক। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই ঘটনাস্থলে পৌঁছেছে। আহতের সংখ্যা বহু। এখনও পর্যন্ত
আমরা ৩০ জনের মৃত্যুর
খবর পেয়েছি।”
ঘটনাস্থলটি
রুশ সীমান্ত থেকে প্রায় ৫০
কিলোমিটার (৩০ মাইল) দূরে
অবস্থিত। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা! সমস্যায় ভারতের কূটনৈতিক সম্পর্ক ?
শনিবার
রাতারাতি রুশ সেনাবাহিনীর হামলার
ফলে উত্তর চেরনিগিভ অঞ্চলে প্রায় ৫০ হাজার পরিবারের
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার
ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার উত্তর-পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে একটি প্রধান তেল
শোধনাগারে হামলা চালানোর দাবিও করেছে।
২০২২
সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের লড়াই
শুরু হয়। সাড়ে তিন
বছরের লড়াইয়ে দুই দেশেরই ক্ষতি
হয়েছে। ভারত শান্তিপূর্ণ আলোচনার
মাধ্যমে সমস্যার সমাধানের আবেদন জানিয়েছে দুই দেশকেই। ভারতীয়দের ডাকছে চিন, ব্রিটেন, জার্মানির পর এ বার কানাডা